এখনই টাকার দরকার! ব্যক্তিগত ঋণ না কি সোনা বন্ধক রেখে টাকা নেবেন?

loan

আচমকা টাকার দরকার। প্রথমেই যে দু’টি পথ খোলা থাকে, সেগুলি হল ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন (Personal loan) এবং সোনা বন্ধক রেখে ঋণ বা গোল্ড লোন (Gold loan)। একটির জন্য প্রয়োজন আর্থিক ও ব্যক্তিগত বিবরণ। অন্যটির জন্য দরকার নিজের কাছে থাকা সোনা। কোনটা বেশি ভালো?

পার্সোনাল লোন

ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন হল এক ধরনের অসুরক্ষিত ঋণ। যা ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি দিয়ে যাকে। আপনার ব্যক্তিগত আয় ও অতীতের ঋণ নেওয়ার তথ্যের উপর ভিত্তি করেই ব্যাঙ্ক এই ঋণ অনুমোদন করে। বিভিন্ন কারণে গ্রাহক পার্সোনাল লোন নিয়ে থাকে। যেমন কোনও ধার মেটাতে, বিয়ের খরচ মেটাতে, চিকিৎসার খরচ-সহ ইত্যাদি প্রয়োজনে ব্যক্তিগত ঋণ দেওয়া হয়। মাসিক কিস্তিতে ঋণের টাকা মেটাতে হয় গ্রাহককে। এ ছাড়া ঋণ আবেদন মঞ্জুর করার জন্য প্রসেসিং ফি ধার্য হয়।

গোল্ড লোন

আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে অনেকেই গোল্ড নিয়ে থাকেন। আচমকা টাকার প্রয়োজনে সোনা বিক্রি করে দেওয়ার চেয়ে তা বন্ধক রেখে টাকা ধার নেওয়াকে ভালো বলেই মনে করেন তাঁরা। ব্যাঙ্ক অথবা অন্য আর্থিক প্রতিষ্ঠানে সোনার গয়না বন্ধক রেখে এই লোন নেওয়া যায়। সাধারণ সুদের হার অনুযায়ী, গোল্ড লোন অনেকটাই সাশ্রয়কর পার্সোনাল লোনের তুলনায়। তবে অন্য যে কোনো ঋণের মতোই পরিশোধ শর্ত মেনেই করতে হয়। ঋণের পরিমাণ সাধারণত সোনার মূল্যের একটি শতকরা ভাগ হয়ে থাকে। আপনি মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন।

পার্সোনাল লোন বনাম গোল্ড লোন

আর্থিক বিশেষজ্ঞদের মতে, পার্সোনাল লোন এবং গোল্ড লোন, দু’টোই জরুরি সময়ে ভীষণ ভাবে কার্যকর। ফলে আপনি কোন ধরনের ঋণ নেবেন সেটা নির্ভর করছে আপনার ঋণের প্রয়োজনীয়তার উপর। আপনার কত টাকা প্রয়োজন সেটা দেখুন। যদি বড়ো অংকের টাকার প্রয়োজন হয়, আর আপনার কাছে ততটা সোনা না থাকে, তা হলে পার্সোনাল লোনের দিকেই ঝুঁকতে হবে। তবে মাথায় রাখতে হবে, সোনা বন্ধক রেখে ঋণের ক্ষেত্রে ন্যূনতম নথির প্রয়োজন হয়। এমনকী এই ঋণের টাকা দ্রুত বরাদ্দ করা হয়।

প্রি-অ্যাপ্রুভড ব্যক্তিগত ঋণও খুব দ্রুত পাওয়া যায়। তবে, যদি আপনার ক্রেডিট স্কোর খারাপ থাকে, তা হলে ব্যক্তিগত ঋণ পাওয়া বেশ কঠিন হতে পারে। আপনার মঞ্জুর হলেও ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে চড়া সুদের হার ধার্য হতে পারে। অর্থাৎ, আপনাকে দেওয়া ঋণে সুদের হার বেশি হতে পারে। সুদের হার খুব উচ্চ হবে। সেই জায়গায় সোনা বন্ধক রেখে ঋণের আবেদনে ক্রেডিট স্কোর কোনো ব্যাপার নয়। কারণ, আপনার বন্ধক রাখা সোনার সঙ্গে জামানত সংযুক্ত থাকে। স্পষ্ট কথায়, ঋণটি পরিশোধ না করতে পারলে আপনি আপনার সোনা হারাতে পারেন।

আরও পড়ুন: কার্ড ছাড়া নগদ তোলার জন্য ইউপিআই এটিএম কতটা নিরাপদ?

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.