কার্ড ছাড়া নগদ তোলার জন্য ইউপিআই এটিএম কতটা নিরাপদ?

upi atm

এখন ডেবিট কার্ড ব্যবহার না করেও এটিএম থেকে টাকা তোলা যায়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI)-এর সহযোগিতায়, গত সপ্তাহে মুম্বইতে গ্লোবাল ফিনটেক ফেস্টে ভারতের প্রথম ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI)-ভিত্তিক এটিএম চালু করেছে হিতাচি পেমেন্ট সার্ভিসেস।

ইউপিআই এটিএম কতটা নিরাপদ

হোয়াইট লেবেল এটিএম (ডব্লিউএলএ) হিসাবে উন্মোচিত হয়েছে এই ইউপিআই এটিএম। গ্রাহকরা নিজের স্মার্টফোনে একটা ক্লিকেই ডেবিট কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তুলতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, পদ্ধতিগত ভাবে ইউপিআই এটিএমগুলি নগদ তোলার ক্ষেত্রে আরও নিরাপদ। কারণ এখান থেকে টাকা তোলার জন্য গ্রাহকের হাতে কোনো কার্ড থাকার প্রয়োজন নেই।

কার্ড স্কিমিং হল আর্থিক জালিয়াতির একটি বড়ো হাতিয়ার। এটিএম বা পয়েন্ট-অফ-সেলস টার্মিনালগুলিতে ডিভাইস ইনস্টল করে কার্ডের তথ্য যেমন পিন এবং কার্ড নম্বর হাতিয়ে নিতে পারে প্রতারকরা। প্রচলিত এটিএমে এ ধরনের জালিয়াতির ঘটনা মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু ইউপিআই এটিএমে কার্ডের প্রয়োজন না হওয়ায় এ ধরনের জালিয়াতির হাত থেকেই নিশ্চিন্ত থাকতে পারেন গ্রাহক।

গ্রাহক নিজের ইউপিআই অ্যাকাউন্ট ব্যবহার করে কার্ডবিহীন নগদ টাকা তোলার জন্য এটিএম স্ক্রিনে দেখানো কিউআর কোড স্ক্যান করতে পারেন। কার্ড স্কিমিং বা চুরির সম্ভাবনা দূর হয়।

ইউপিআই এটিএমে টাকা তুলতে কী লাগবে?

ইউপিআই এটিএম থেকে টাকা তোলার জন্য যে কোনো গ্রাহকেরই প্রথমে যেটা লাগবে, তা হল একটি সক্রিয় ইউপিআই আইডি। এবং ইন্টারনেট কানেকশন রয়েছে এমন একটি স্মার্টফোনেরও প্রয়োজন। কারণ, ইউপিআই একটি ইন্টারনেট-ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

ইউপিআই এটিএম থেকে কী ভাবে টাকা তুলবেন

কী ভাবে হিতাচি মানি স্পট ইউপিআই এটিএম থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই টাকা তোলা যাবে, সে বিষয়ে ধাপে ধাপে প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছে সংস্থা।

১. প্রথমে এটিএম থেকে কত টাকা তুলবেন, সেটা বেছে নিতে হবে

২. এর পর এটিএম মেশিনের ডিসপ্লে-তে একটি কিউআর কোড আসবে

৩. নিজের মোবাইলে থাকা ইউপিআই অ্যাপ দিয়ে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে

৪. এর পরে নিজের ইউপিআই পিন দিতে হবে

৫. যাচাই হয়ে গেলে এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে।

আরও পড়ুন: ময়লা/ ছেঁড়া নোট নিয়ে জেরবার? জানুন, আরবিআই-এর নিয়ম

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.