personal loan: সস্তা সুদের হারে কী ভাবে ব্যক্তিগত ঋণ পাবেন
ব্যক্তিগত ঋণ (personal loan) বিভিন্ন প্রয়োজনে খরচ মেটানোর কাজে লাগতে পারে। বিয়ে হোক বা মেডিক্যাল বিল, বাড়ি মেরামত হোক বা আপনার ক্রেডিট কার্ডের বিশাল বকেয়া পরিশোধ—আপনার যে কোনো ধরনের আর্থিক প্রয়োজনে ব্যক্তিগত ঋণের ভূমিকা অনেকটাই। যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন ব্যাঙ্ক থেকে ছোটো বা বড়ো আকারে টাকা ধার নেওয়ার একটি সুবিধাজনক উপায়। তবে সুদের হার যাতে তুলনামূলক ভাবে কম হয়, সেদিকে নজর দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
ক্রেডিট স্কোর বাড়ানো
ব্যক্তিগত ঋণে কম সুদের হার পাওয়ার অন্যতম সেরা উপায় হল ঋণের জন্য আবেদন করার আগে নিজের ক্রেডিট স্কোর উন্নত করা। উচ্চ ক্রেডিট স্কোর ব্যক্তিগত ঋণে সুদের হার কমাতে পারে। সেক্ষেত্রে ব্যাঙ্ক আপনাকে কম ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতা হিসাবে বিবেচনা করবে।
স্যালারি অ্যাকাউন্টের ব্যবহার
আপনি যদি একজন বেতনভোগী কর্মচারী হন তবে ব্যক্তিগত ঋণ নেওয়ার সময় নিজের স্যালারি অ্যাকাউন...