NPS নিয়ম বদল, জানুন ১ এপ্রিল থেকে গ্রাহকদের জন্য আসছে কী কী পরিবর্তন

জাতীয় পেনশন প্রকল্পের (NPS) নিয়মে বড়ো বদল এনেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ১ এপ্রিল থেকে গ্রাহকদের জন্য নির্বাচিত নথি আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এনপিএস থেকে বেরিয়ে আসার পরে বার্ষিক অর্থপ্রদান দ্রুত এবং সহজ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২২ ফেব্রুয়ারির একটি সার্কুলারে, এনপিএস-এর নিয়ন্ত্রক সংস্থা পেনশন ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (PFRDA) জানিয়েছে,, “গ্রাহকদের স্বার্থে এবং বার্ষিক আয়ের সময়মতো অর্থ প্রদানের সঙ্গে তাঁদের সুবিধার জন্য, নথিগুলি আপলোড করা বাধ্যতামূলক হচ্ছে। যা ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হবে।”

গ্রাহক এবং সংশ্লিষ্ট নোডাল অফিসার/পিওপি/কর্পোরেটকে সংশ্লিষ্ট সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি (CRA) ব্যবহারকারী ইন্টারফেসে নিম্নলিখিত নথিগুলি আপলোড করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে বলেছে পিএফআরডিএ।

বাধ্যতামূলক নথিগুলি হল:

১) NPS প্রস্থান/প্রত্যাহার ফর্ম

২) প্রত্যাহারের ফর্মে উল্লেখিত পরিচয় ও ঠিকানার প্রমাণ

৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রমাণ

৪) স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর (PRAN) কার্ডের অনুলিপি

নতুন নিয়মটি পরবর্তী আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর হবে।

প্রত্যাহার প্রক্রিয়ার সরলীকরণ

এনপিএস গ্রাহকদের জন্য টাকা তোলার (withdrawal process) প্রক্রিয়া সহজ করার একটি পদক্ষেপে, পিএফআরডিএ গত বছর পেনশন কর্পাস থেকে বেরিয়ে আসার পরে বার্ষিক নির্বাচন করার জন্য একটি পৃথক প্রোপোজাল ফর্ম পূরণ করার প্রয়োজনীয়তা দূর করেছিল। পেনশন সংস্থা জানিয়েছে, এনপিএস গ্রাহকদের জমা দেওয়া এগ্‌জিট ফর্মটিকে একটি বার্ষিক প্রোপোজাল ফর্ম হিসাবে গণ্য করা হবে।

আরও পড়ুন: কেনাবেচার সময় বাড়ল শেয়ার বাজারে, সুবিধা ও অসুবিধা…

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.