ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস (NPS)-এর মাধ্যমে অবসরকালীন সুবিধা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। অবসর গ্রহণের পরে এই স্কিমে একটি ভালো তহবিলের পাশাপাশি মাসে মাসে টাকা পাওয়া যায়। বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তার জন্য অনেকেই জাতীয় পেনশন ব্যবস্থায় বিনিয়োগ করছেন।
বলে রাখা ভালো, এনপিএস হল কেন্দ্রীয় সরকার এবং পিএফারডিএ (PFRDA)-এর একটি স্বেচ্ছা অবসর পরিকল্পনা। আপনিও যদি এই স্কিমের একজন বিনিয়োগকারী হন এবং ঘরে বসে আপনার এনপিএস অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান, তা হলে জেনে নিন তিনটি পদ্ধতি।
১. উমঙ্গ অ্যাপের মাধ্যমে এনপিএস ব্যালেন্স চেক
*অনলাইনে এনপিএস অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চাইলে প্রথমে উমঙ্গ অ্যাপটি ডাউনলোড করুন।
*লগইন করুন এবং তারপরে এনপিএস অপশনটি সিলেক্ট করুন।
*পরের পৃষ্ঠাটি খোলার সঙ্গে সঙ্গে কারেন্ট হোল্ডিং অপশন বেছে নিন।
*এরপরে আপনাকে আপনার পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (PRAN) এবং পাসওয়ার্ড লিখতে হবে।
*সাবমিট করার কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।
এসএমএস-এর মাধ্যমে এনপিএস ব্যালেন্স চেক
মোবাইল এসএমএস-এর মাধ্যমে এনপিএস অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চাইলে আপনাকে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 9212993399 নম্বরে একটি মিসড কল দিতে হবে। কয়েক মিনিটের মধ্যে একটি এসএমএস পাবেন। যাতে আপনার এনপিএস অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য মিলবে।
এনএসডিএল পোর্টালে এনপিএস ব্যালেন্স চেক
*প্রথমে এনএসডিএল (NSDL) পোর্টালে যান।
*এখানে লগইন করার পরে, আপনার পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (PRAN) নম্বর লিখুন।
*নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন।
*এর পর ক্যাপচা কোড লিখুন।
*এখানে হোল্ডিং স্টেটমেন্টের অপশনটি সিলেক্ট করে, ট্রানজাকশন স্টেটমেন্ট ট্যাবে ক্লিক করুন।
*কয়েক মিনিটের মধ্যে আপনার এনপিএস অ্যাকাউন্টে জমা হওয়া টাকার পরিমাণ সম্পর্কে তথ্য পাবেন।
আরও পড়ুন: বাড়ল যৌথ অ্যাকাউন্টধারীর সংখ্যা, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৩টি পরিবর্তন