পরিচিতের লোন গ্যারান্টর হবেন, তা হলে আগে বুঝে নিন নিজের দায়দায়িত্ব

loan

বিবি ডেস্ক: কোনো পরিচিত (বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন) ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ (Loan) নিতে চলেছেন। আপনার কাছে প্রস্তাব এল গ্যারান্টর (loan guarantor) হওয়ার। বিশেষজ্ঞরা বলছেন, আগুপিছু বিবেচনা করুন। তার পরই ওই প্রস্তাবে সম্মতি জানান।

আপনি যদি কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তির ঋণের গ্যারান্টর হতে চান, তা হলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি। তা না হলে পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে হতে পারে আপনাকেই।

জানতে হবে নিজের দায়দায়িত্ব

বিভিন্ন কারণে ঋণের প্রয়োজন হয়। টাকা ধার নেওয়ার একটি সহজ গন্তব্য ব্যাঙ্ক। সেখানে গেলে প্রথমেই ক্রেডিট স্কোর চেক করা হয়। গৃহঋণ (home loan), ব্যবসায়িক ঋণ (business loan), শিক্ষা ঋণ (education loan) ইত্যাদি যে কোনো ধরনের ঋণ দেওয়ার আগে ব্যাঙ্ক যে কোনো ব্যক্তির ক্রেডিট স্কোর চেক করে।

ক্রেডিট স্কোর নির্ধারিত মাত্রার চেয়ে কম হলে ঋণ দিতে অস্বীকার করে ব্যাঙ্ক। তবে বিকল্প হিসেবে কোনো লোন গ্যারান্টর জোগাড় করার মরামর্শও দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে। নিজের পরিচিতের এমন পরিস্থিতিতে আপনি যদি গ্যারান্টর হতে চান, তা হলে সব থেকে আগে নিজের দায়িত্বগুলিও বুঝে নেওয়া দরকার।

লোন গ্যারেন্টরের দায়িত্ব সমান

বিশেষজ্ঞদের মতে, আপনি যদি কোনো ব্যক্তির ঋণের গ্যারান্টর হন, তা হলে ঋণ পরিশোধের ব্যাপারে আপনার দায়িত্বও ঋণগ্রহীতার সমান। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনো লোনের গ্যারান্টি যিনি নেন, তিনি টাকা ভোগ করুন বা না করুন, তাঁকেও লোন পরিশোধের জন্য সমান অংশীদার বলে মানা হবে। বিষয়টি সম্পর্কে বুঝে নিতে শর্তাবলি ভালো করে পড়ে নিতে হবে। ওই ব্যক্তি যদি নিজের ঋণ সময়মতো পরিশোধ না করেন, তা হলে ব্যাঙ্ক ঋণের গ্যারেন্টরকে ঋণ পরিশোধ করতে বলতে পারে। তা করতে ব্যর্থ হলে ঋণ গ্যারান্টারের ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব পড়বে।

জারি হতে পারে নোটিশ

শুধু তাই নয়, গ্যারান্টরও যদি ঋণ পরিশোধ না করেন, তা হলে এমন পরিস্থিতিতে তাঁর নামেও নোটিশ জারি করতে পারে ব্যাঙ্ক। সেই নোটিশ জারির পরেও, যদি ঋণগ্রহীতা এবং গ্যারান্টর ঋণ পরিশোধ না করেন, তা হলে উভয়েরই সিবিল স্কোর (CIBIL score) ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পরবর্তীতে দু’জনেই যে কোনো ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গিয়ে বিপাকে পড়তে পারেন। অর্থাৎ, ঋণগ্রহীতা এবং গ্যারান্টর, দু’জনকেই ডিফল্টারের তালিকায় ফেলে দেওয়া হবে।

আরও পড়ুন: রফতানি বাড়াতে ইস্পাতের রফতানি শুল্ক তুলে নিল কেন্দ্র, স্বস্তিতে শিল্প মহল

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.