রফতানি বাড়াতে ইস্পাতের রফতানি শুল্ক তুলে নিল কেন্দ্র, স্বস্তিতে শিল্প মহল

বিবি ডেস্ক: অতিমারি কাটিয়ে অর্থনীতি (Indian Economy) ছন্দে ফেরার মুখে বাড়ছিল ইস্পাত রফতানি (Steel Export)। কিন্তু এরই মধ্যে পরিস্থিতির ভোলবদল।

রফতানি বৃদ্ধির জেরে দেশে কাঁচামালের দাম বাড়ায় দ্রুত বেড়ে যায় টিএমটি বার (TMT Bar), লোহার রড, বিম ইত্যাদি পণ্যের দরও। এর ফলে সমস্যায় পড়ে নির্মাণ শিল্প। অবস্থা সামলাতে ইস্পাত ও আকরিক লোহা রফতানিতে শুল্ক বসায় সরকার। কিন্তু হালে রফতানি কমতে শুরু করেছে। পাশাপাশি ইস্পাত সংস্থাগুলিও শুল্ক তোলার আর্জি জানাচ্ছিল। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ইস্পাতমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) সঙ্গে বৈঠক করেন। সেখানে শুল্ক তোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বস্তির সঙ্গে আশঙ্কা

মে মাসে শুল্ক বসার পর থেকেই রফতানিতে ধাক্কার কথা জানাচ্ছিল সংশ্লিষ্ট শিল্প মহল। তাদের দাবি ছিল, এর জেরে ইস্পাতের দাম বাড়ছে। ফলে বিদেশে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের পণ্য। যে কারণে শুল্ক তোলার আর্জি জানিয়েছিল তারা। শেষ পর্যন্ত শনিবার সেই পথে হেঁটে শুল্ক ফেরাল অর্থ মন্ত্রক। যাতে খুশি রফতানি ও ইস্পাত শিল্প। তবে এ দিন ইস্পাতের কিছু কাঁচামালে শুল্ক বাড়ানো হয়েছে। এর জেরে আবার দেশে ইস্পাতের পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা থাকছে বলে মনে করছে শিল্প মহল।

এই সিদ্ধান্তে খুশি ইস্পাত শিল্প। আর্সেলর মিত্তল নিপ্পন স্টিলের সিইও দিলীপ উম্মেন বলেন, “কেন্দ্রের সিদ্ধান্ত ইস্পাত শিল্পকে উৎসাহ দেবে।’’ জিন্দল স্টিলের (Jindal Steel) এমডি অভ্যুদয় জিন্দলের কথায়, “বিশ্ব বাজারে প্রতিযোগিতায় এগোতে সাহায্য করবে এই সিদ্ধান্ত।’’

আশঙ্কা কোথায়

তবে রফতানি শুল্ক ওঠায় দেশে ইস্পাতের দাম বাড়বে বলে আশঙ্কা শ্যাম স্টিলের (Shyam Steel) ডিরেক্টর ললিত বেরিওয়ালের। তিনি বলেন, “শুল্ক তুলে নেওয়া হতে পারে, এই খবরেই দেশে ইস্পাতের দাম ৫ শতাংশ বেড়েছে। কমপক্ষে আরও ৫ শতাংশ শতাংশ বাড়বে বলে আশঙ্কা।’’ তিনি মনে করাচ্ছেন, এর আগে রফতানি বৃদ্ধির ফলেই দেশে পণ্যটির দাম বেড়েছিল। তবে বিশ্ব বাজারে চাহিদা কম থাকায় দর এখনই বাড়বে বলে মনে করছেন না ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিকারীদের সংগঠন ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান অরুণ গারোদিয়া।

আরও পড়ুন: মূল্যবৃদ্ধি সামলে ঘুরে দাঁড়ানো ভারতীয় অর্থনীতির পথে বাধা কি বিশ্ব অর্থনীতি?

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.