গৃহঋণ বা হোম লোনের (Home Loan) মেয়াদ শেষ হওয়ার আগেই তা এককালীন ভিত্তিতে মিটিয়ে দেওয়া যায়। তবে এটা নির্ভর করে ঋণ প্রদানকারী ব্যাঙ্ক অথবা ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মের উপর। ঋণ নেওয়ার সময়ই গ্রাহকের জেনে নেওয়া উচিত, তাতে প্রি-পেমেন্ট বিকল্পটি রয়েছে কি না।
বেশির ভাগ ব্যাঙ্কই প্রি-পেমেন্টে আগ্রহ দেখায় না। কারণ, সেক্ষেত্রে তাদের আর্থিক লোকসানের সম্ভাবনা থাকে। তবে, কোনো ঋণগ্রহীতা যদি মেয়াদের আগেই টাকা মিটিয়ে দিতে চান, তা হলে ব্যাঙ্কগুলি নিজের নিজের নীতি অনুযায়ী অতিরিক্ত চার্জ করে থাকে। মনে রাখতে হবে, ঋণের সমস্ত বা আংশিক পরিমাণ ফোরক্লোজ করার অধিকার রয়েছে ঋণগ্রহীতার।
কোন ব্যাঙ্ক কত চার্জ কাটে
এসবিআই: ফ্লোটিং সুদের হারে নেওয়া ঋণে কোনো প্রি-পেমেন্ট বা প্রি-ক্লোজার জরিমানা ধার্য করে না।
এইচডিএফসি ব্যাঙ্ক: অ্যাডজাস্টেবল রেট হোম লোনে কোনো প্রিপেমেন্ট চার্জ নেই, ফিক্সড রেটের হোম লোনের ক্ষেত্রে ২ শতাংশ চার্জ ধার্য করা হয় (ঋণ নিয়ে টাকা মেটালে)। তবে ঋণের অগ্রিম পরিশোধের জন্য কোনো গ্রাহক নিজস্ব তহবিল ব্যবহার করলে কোনো প্রিপেমেন্ট জরিমানা ধার্য করা হবে না।
ইয়েস ব্যাঙ্ক: ফিক্সড সুদ/সেমি-ফিক্সড হারের ঋণের জন্য নির্দিষ্ট সুদের হারের সময়কালে মূল বকেয়া ফোরক্লোজার চার্জ ৪ শতাংশ। ফ্লোটিং রেটের ঋণের জন্য চার্জ লাগে না।
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া: নিজের টাকায় প্রি-পেমেন্ট করলে কোনো চার্জ লাগে না। ঋণ নিয়ে প্রি-পেমেন্ট করলে আগের ১২ মাসের গড় বকেয়া ব্যালেন্সের উপর ২ শতাংশ টেক-ওভার পেনাল্টি চার্জ করা হয়।
আইসিআইসিআই ব্যাঙ্ক: ফিক্সড রেটে ঋণের জন্য প্রিপেড পরিমাণের উপর ২ শতাংশ চার্জ ধার্য করা হয়।
আরও পড়ুন: ইএমআই মিস করার সম্ভাবনা আছে? চিন্তা করবেন না, আপনাকে চকোলেট পাঠাবে এসবিআই