গত কয়েক মাসে স্থায়ী আমানত বা এফডি (FD)-তে সুদের হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। প্রবীণ নাগরিকরাও এখন স্থায়ী আমানতে সর্বোচ্চ ৮.৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। আপনি যদি স্থায়ী আমানতে বিনিয়োগ করতে চান তবে এখানে এমন ৬টি ব্যাঙ্কের কথা উল্লেখ করা হল, যেগুলি স্বল্পমেয়াদি স্থায়ী আমানতে (তিন বছরের মেয়াদ পর্যন্ত) ৮ শতাংশের বেশি সুদ দেয়।
ডিসিবি ব্যাঙ্ক: ১৫ মাস এবং ২৪ মাসের মেয়াদি এফডি-তে প্রবীণ নাগরিকদের জন্য ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে ডিসিবি ব্যাঙ্ক।
বন্ধন ব্যাঙ্ক: ৬০০ দিন বা ১ বছর ৭ মাস ২০ দিন মেয়াদের এফডি-তে প্রবীণ নাগরিকদের জন্য ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
আরবিএল ব্যাঙ্ক: ১৫ মাস কিন্তু ২৩ মাসের কম মেয়াদের এফডি-তে প্রবীণ নাগরিকদের জন্য ৮.৩০ শতাংশ সুদ দিচ্ছে আরবিএল ব্যাঙ্ক।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক: ১৮ মাস ১ দিন থেকে ৩ বছর (৫৪৯ দিন থেকে ৩ বছর) মেয়াদের এফডি-তে ৮.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক।
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: ১ বছর ৬ মাস এবং ২ বছর ৯ মাসের মেয়াদি এফডি-তে প্রবীণ নাগরিকদের জন্য ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।
অ্যাক্সিস ব্যাঙ্ক: ২ বছর কিন্তু ৩০ মাসের কম মেয়াদের এফডি-তে প্রবীণ নাগরিকদের জন্য ৮.০১ শতাংশ সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক।
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়া অফার ২০২৩: বিনামূল্যে গোল্ড কয়েন, মেকিং চার্জে বাম্পার ডিসকাউন্ট
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.