Connect with us

ফিনান্স

ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট কত রকমের

বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। সেগুলির মধ্যে থেকেই নিজের সুবিধামতো সেভিংস অ্যাকাউন্ট বেছে নেওয়া যায়।

Published

on

এখন প্রায় সকলেরই অন্তত একটা হলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। অধিকাংশ মানুষই ব্যাঙ্কে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট খোলেন। তবে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। সেগুলির মধ্যে থেকেই নিজের সুবিধামতো সেভিংস অ্যাকাউন্ট বেছে নেওয়া যায়।

১. নিয়মিত সেভিংস অ্যাকাউন্ট

সাধারণত বেশির ভাগ গ্রাহকই নিয়মিত সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন। এই অ্যাকাউন্টে টাকা জমা এবং তোলার জন্য কোনো নির্দিষ্ট সীমা নেই। আপনি প্রয়োজন মতোই টাকা জমা এবং উত্তোলন করতে পারেন। এ ধরনের অ্যাকাউন্টে সমস্ত ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্সের শর্ত রাখে। আপনি যদি এই অ্যাকাউন্টের ব্যালেন্স নির্ধারিত সীমা পর্যন্ত বজায় না রাখেন, তা হলে জরিমানাও দিতে হতে পারে।

২. জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট

এই ধরনের অ্যাকাউন্টে, অ্যাকাউন্টধারীরা কারেন্ট এবং সেভিংস দুয়েরই সুবিধা পান। আপনি এই অ্যাকাউন্ট থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন। এর কোনো সীমা নেই। সেই সঙ্গে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কোনো রকম জরিমানা দিতে হবে না।

৩. স্যালারি সেভিংস অ্যাকাউন্ট

কোনো সংস্থা নিজের কর্মীদের জন্য এই ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলে। এই সেভিংস অ্যাকাউন্টে প্রতিমাসে বেতন আসে বলে একে অ্যাকাউন্টটিকে স্যালারি সেভিংস অ্যাকাউন্ট বলে। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের কোনো সীমা নেই এবং বিভিন্ন ব্যাঙ্ক এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট সুবিধা অফার করে। যদি এই অ্যাকাউন্টে টানা তিন মাস বেতন না আসে, তবে তা পরে এটা নিয়মিত অ্যাকাউন্টে রূপান্তরিত হয়।

৪. মহিলা সেভিংস অ্যাকাউন্ট

নাম থেকেই স্পষ্ট, মহিলা সঞ্চয় অ্যাকাউন্টটি বিশেষ ভাবে মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। মহিলাদের চাহিদার কথা মাথায় রেখে এই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে। কম সুদের হারে এই অ্যাকাউন্টে ঋণ, ডিম্যাট অ্যাকাউন্টের বার্ষিক চার্জে ছাড় এবং অনেক কেনাকাটার উপর ডিসকাউন্টও পাওয়া যায়।

৫. সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট

শুধুমাত্র ৬০ বছরের বেশি বয়সি নাগরিকদের জন্য এই অ্যাকাউন্টটি। নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদের হার অফার করে। এমন পরিস্থিতিতে, প্রবীণ নাগরিকদের জন্য এই অ্যাকাউন্ট খোলার জন্য এটি আরও বেশি উপকারী হতে পারে কারণ তারা এতে বেশি সুদ পান। পাশাপাশি এই অ্যাকাউন্টটিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করা যায়।

৬. মাইনর সেভিংস অ্যাকাউন্ট

শিশুদের জন্য একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট। এতেও ন্যূনতম ব্যালেন্সের সীমা নির্ধারিত নেই। এই অ্যাকাউন্টটি স্কুল ফি ইত্যাদির মতো বাচ্চাদের চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাকাউন্টটি পিতামাতার তত্ত্বাবধানে ১০ বছরের বেশি বয়সি শিশুদের জন্য খোলা যেতে পারে৷ এই অ্যাকাউন্টটি শিশুর ১৮ বছর পূর্ণ হওয়ার পরে নিয়মিত সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়।

আরও পড়ুন: ব্যাঙ্ক অব বরোদার হোলি অফার, শর্তসাপেক্ষে কমল ঋণের সুদ

Advertisement