প্রায় সকলেরই সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টে এক দিকে যেমন গচ্ছিত টাকা সুরক্ষিত থাকে, তেমনই ব্যাঙ্কও নির্দিষ্ট পরিমাণে সুদ দেয়। সুদের পাশাপাশি, সেভিংস অ্যাকাউন্টগুলিতে আরও অনেক সুবিধা দিয়ে থাকে ব্যাঙ্ক।
সঞ্চয়ের নিরাপত্তা
সেভিংস অ্যাকাউন্ট গচ্ছিত অর্থ নিরাপদ। আপনাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। এখানে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ।
সুদ
সেভিংস অ্যাকাউন্টে জমা করা টাকার উপরও ব্যাঙ্ক সুদ দেয়। বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার আলাদা।
সঞ্চয়ের অভ্যাস
নগদ টাকা ঘরে রাখার চেয়ে ব্যাঙ্কে রাখাই ভালো। এটি একটি আর্থিক অভ্যাসও বটে। ব্যাঙ্কে টাকা রাখলে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পায় এবং অর্থও সাশ্রয় হয়।
ঋণ
কোনো কাজের জন্য ঋণের প্রয়োজন হলে, একটি সেভিংস অ্যাকাউন্টের দরকার। আপনার সঞ্চয় এবং ব্যাঙ্ক লেনদেনের ভিত্তিতে কোনো ব্যাঙ্ক ঋণ দেয়।
আইটিআর
আয়কর রিটার্ন দাখিল করার সময়, নিজের আয়ের প্রমাণের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে পারেন।
বিবিধি
বিভিন্ন পেমেন্ট অ্য়াপের মাধ্যমে দ্রুত লেনদেনের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের প্রয়োজন। এ ছাড়াও সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের সুবিধাও পাওয়া যায়।
আরও পড়ুন: বাড়ি এবং ব্যক্তিগত ঋণে খরচ বাড়ল, সুদের হার বাড়াল এই ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক