বিবি ডেস্ক : সিদ্ধান্ত থেকে পিছু হঠেই মিলছে সাফল্য। শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ আবার ফিরে আসছে। অর্থমন্ত্রক সুপার রিচ কর চালু করা ফলে মুখ ঘুরিয়ে ছিলেন শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা। পরিস্থিত বেগতিক দেখে এই তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপরই ফিরে আসছে Foreign Portfolio Investor রা।
এনএসডিএলের তথ্য বলছে গত ছ মাসের মধ্যে অক্টোবর মাসে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ হয়েছে। তথ্য অনুযায়ী গত মাসে foreign portfolio investment (এফপিআই) বেড়েছে ১৬,০৬৯ কোটি টাকা।
অর্থমন্ত্রী সুপার রিচ করের ঘোষণার পরই ধাক্কা খায় এফপিআই বিনিয়োগ। জুলাই-আগস্ট মাসে বাজার থেকে ৩০ হাজার কোটি টাকা তুলে নেয় এফপিআই সংস্থাগুলি।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই সিদ্ধান্ত তুলে নেওয়ার কথা ঘোষণা করেন। তারপর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
এফপিআই কী ?
কোনো সংস্থায় সরাসরি বিনিয়োগ না করে, সংস্থার শেয়ার বা অন্য কোনো আর্থিক সম্পদে বিদেশি বিনিয়োগ।
এফডিআই এবং এফপিআই-এর মধ্যে পার্থক্য কী?
কোনো বিদেশি বিনোয়োগকারী সংস্থা সরাসরি কোনো কোম্পানিতে বিনিয়োগ করে সেটি হল Foreign Direct Investment (এফডিআই)।
আবার কোনো বিদেশি বিনিয়োগকারী সংস্থা যদি সরাসরি দেশের কোনো কোম্পনিতে বিনিয়োগ না করে, সংস্থার শেয়ার, বন্ড বা অন্য অর্থিক সম্পতিতে বিনিয়োগ করে তাকে Foreign Portfolio Investment (এফপিআই) বলে।