বিবি ডেস্ক : একটানা সাতদিন ধরে বাড়ল শেয়ার বাজার। সোমবার সপ্তমদিনেও বাজার বন্ধ হয়েছে রেকর্ড ছুঁয়ে। ১৩৬ পয়েন্ট বেড়ে বন্ধের সময় সেনসেক্স পৌঁছয় ৪০,৩০১.৯৬ পয়েন্টে। এর আগে জুনের তিন তারিখে বাজার বন্ধ হয়েছিল ৪০,২৬৭ পয়েন্টে। নিফটিও ০.৪৬ শতাংশ বেড়ে এদিন পৌঁছয় ১১,৯৪৫ পয়েন্টে।
কেন বাড়ছে বাজার? জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসের মুখ্য গবেষক বিনোদ নায়ার জানিয়েছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের হার কমানো, বাণিজ্য যুদ্ধের উত্তেজনা ক্রমশ হ্রাস পাওয়া বিনিয়োগকারীদের মধ্যে সদর্থক প্রভাব ফেলেছে।
এদিন ইনফোসিস বেড়েছে ৩ শতাংশ। গত সপ্তাহের প্রথম দিকে ভালো বাড়লেও ০.৭৫ শতাংশ পড়েছে তাদের শেয়ার দর।
অন্যদিকে টাটা স্টিল এবং বেদান্ত বেড়েছে ২-৩শতাংশ। মার্কিন-চিন শিল্প আলোচনা এই ধাতব স্টকগুলির দর বাড়িয়েছে।
সম্প্রতি বাজারে ভালো দৌঁড়ালেও এদিন ২ শতাংশ পড়েছে হিরোমোটোক্যাপ এবং মারুতি সুজুকি।