বিবিডেস্ক: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) ১ নভেম্বর থেকে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয়ী আমানতের উপর সুদের হার কমানোর সিদ্ধান্ত কার্যকর করল।
এক লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টগুলিতে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) বা .২৫ শতাংশ পয়েন্ট হ্রাস করেছে এসবিআই। সুতরাং, ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টধারীরা এ দিন থেকে আগের ৩.৫০ শতাংশের পরিবর্তে ৩.২৫ শতাংশ হারে সুদ পাবেন।
অন্য দিকে, ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের সুদের হার .১০ শতাংশ কমানো হয়েছে। আরবিআই ২৫ বিপিএস কমিয়ে রেপো রেট কমিয়ে ৫.১৫ শতাংশ করার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করে এসবিআই। এখন থেকে ৬.৫ শতাংশের পরিবর্তে ৬.৪ শতাংশ হারে এসবিআইয়ের এফডিতে সুদ পাওয়া যায়।
তবে ২ কোটিরও বেশি আমানত থাকা গ্রাহকরা সুদ পাবেন ৬ শতাংশ হারে।
এর আগেই ‘এক বছর থেকে ২ বছরেরও কম’ মেয়াদে এসবিআই রিটার্ন টার্ম ডিপোজিট এবং বাল্ক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার যথাক্রমে ১০ এবং ৩০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। নতুন ওই এফডি হার ১০ অক্টোবর, ২০১৯ থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এসবিআই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যা এসবিআই গ্রাহকদের জন্য ‘বুস্টার ডোজ’ হিসাবেই চিহ্নিত করা হচ্ছে। এসবিআই ডিজিটাল পেমেন্টে, এসবিআই ডেবিট কার্ড গ্রাহকদের জন্য ইএমআই সুবিধা ঘোষণা এবং দ্বিতীয় ত্রৈমাসিকে ষষ্ঠবারের জন্য এমসিএলআরকে কমিয়ে এনে ৮.০৫ শতাংশে নামিয়ে নিয়ে আসা, ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করেছে ব্যাঙ্ক।