বাংলা বিজ ডেস্ক: নেট ব্যাঙ্কিং এবং ডিজিটাল লেনদেন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অনলাইন জালিয়াতির ঘটনাও বাড়ছে। হ্যাকাররা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অনলাইন জালিয়াতি করছে।
সাইবার প্রতারকদের থেকে রক্ষা পেতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নিজের গ্রাহকদের সতর্ক করে দিয়েছে। ইতিমধ্যেই এসবিআই-এর বেশ কিছু গ্রাহক ফিশিং স্ক্যামের শিকারও হয়েছেন। হ্যাকাররা বেশ কিছু মানুষকে ৯,৮৭০ টাকার এসবিআই ক্রেডিট পয়েন্ট রিডিম করার জন্য অনুরোধ করে সন্দেহজনক টেক্সট মেসেজ পাঠিয়েছিল। ক্রেডিট কার্ডের পয়েন্টের ভিত্তিতে পুরস্কারের প্রলোভনে ফাঁদের ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাকাররা।
এসবিআই-এর তথ্য অনুযায়ী, হ্যাকাররা বিশেষ করে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই এবং অমদাবাদের মানুষকে উল্লেখযোগ্য ভাবে টার্গেট করেছে। হ্যাকারদের পাঠানো ই-মেলে থাকা লিঙ্ক ক্লিক করলেই ভুয়ো ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন গ্রাহক। এর পর ওই ভুয়ো ওয়েবসাইটে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য দিলেই প্রতারণার শিকার হয়ে যাওয়ার আশঙ্কা।
হ্যাকাররা কী ভাবে প্রতারণা করে
হ্যাকাররা এসবিআই গ্রাহকদের একটি টেক্সট মেসেজ পাঠায়।
এই মেসেজে একটি লিঙ্কও দেওয়া হয়।
আপনাকে এই লিঙ্কটিতে ক্লিক করতে বলা হবে।
লিঙ্কটি ক্লিক করলে একটি ভুয়ো ওয়েবসাইট খুলবে।
এই ভুয়ো ওয়েবসাইটটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইটের নকল করে তৈরি। আপনার বিশদ বিবরণ পূরণ করতে বলা হবে।
এতে কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ, সিভিভি এবং এমপিনের মতো সংবেদনশীল আর্থিক বিবরণগুলি দিতে বলা হয়।
এসবিআই জানিয়েছে, এসএমএস অথবা ই-মেলের মাধ্যমে গ্রাহকদের কাছে কোনো তথ্য জানতে চায় না ব্যাঙ্ক। এ ছাড়া গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো লিঙ্ক-ও এসএমএস অথবা ই-মেলে পাঠানো হয় না।
আরও পড়তে পারেন: এনএসই-র প্রযুক্তিগত সমস্যার মূল্য চোকাতে হবে ‘আমাদের’, আক্ষেপ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর