বিবি ডেস্ক : টেলিকম নিয়ন্ত্রক সংস্থা Trai বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে জানিয়েছে আগামী ৪ থেকে ১০ নভেম্বরের মধ্যে মোবাইল নম্বর পোর্টের আবেদন করা যাবে না। ১১ নভেন্বর থেকে চালু হচ্ছে নম্বর পোর্ট করার আরও সহজ পদ্ধতি। তার আগে ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত পোর্টেবিলিটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে Trai।
মোবাইল নম্বর পোর্ট (MNP) করার অর্থ নম্বর একই রেখে অপারেটর বদলে ফেলা।
নতুন পদ্ধতিতে কোন ব্যক্তির মোবাইল নম্বর পোর্টের আবেদন একটি নির্দিষ্ট সার্ভিস এরিয়ার মধ্যে দু’টি কর্মদিবসে সম্পন্ন হবে। অন্যদিকে এক সার্কেল থেকে অন্য সার্কেলে নম্বর পোর্টের আবেদন পাঁচটি কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন Trai-এর এক আধিকারিক।
নতুন পদ্ধতির উদ্দেশ্য হল মোবাইল নম্বর পোর্টেবিলিটিকে আরও সহজ এবং দ্রুত গতির করে ফেলা। বর্তমানে এই কাজটি করতে লাগে অন্তত পক্ষে সাতদিন।
৪নভেম্বর সন্ধে ছটা থেকে ১০তারিখ ১২টা পর্যন্ত নম্বর পোর্টেবিলিটি পরিষেবা বন্ধ হবে। ১১ নভেম্বর মধ্যরাত থেকে নতুন পদ্ধতি চালু হবে।