নিজস্ব প্রতিনিধি : ব্যবসায় মন্দার হাল মেনে নিয়েছেন এ শহরের স্বর্ণ ব্যবসায়ীরা। দেশব্যাপী মন্দার প্রভাবে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও লোকসানের মুখ দেখেতে হয়েছে। তবে, ধনতেরাসে বিক্রি বাড়বেই! এই আশা নিয়েই বুক বেঁধেছেন কলকাতার বেশিরভাগ স্বর্ণ ব্যবসায়ী।
এইচ কে দত্ত জুয়েলার্সের এক আধিকারিক বলেন, ‘গোটা পুজোর মরশুম চলে গেল। তেমন সোনার গয়না বিক্রি হয়নি। তবে, বিশ্ব বাজারে সোনা-রুপোর দাম কমছে। যা দিওয়ালির আগে সুখবর বলেই মনে করা হচ্ছে। ধনতেরাসে বিক্রি বাড়বে বলেই আশা করছি।’
এই মুহূর্তে বজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩৯,১৪০ টাকা। প্রতি কেজিতে ৪৩০ টাকা দাম কমেছে বলে খবর ব্যবসায়ী মহল সূত্রে। গত শুক্রবার লন্ডন এবং নিউ ইয়র্কের বাজারে এক আউন্স বা ২৮.৩৫ গ্রাম সোনার দাম ১২.৭০ ডলার হ্রাস পেয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৯০০ টাকার বেশি। সপ্তাহান্তে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম হয়েছিল ১,৪৮২.১০ ডলার। ঘরোয়া বাজারে এই মূল্য হ্রাস প্রভাব ফেলবে বলেই মনে করছেন ব্যবসায়ীদের অনেকাংশ।
যদিও কেন্দ্রীয় বাজেটে সোনার আমদানি শুল্ক ২.৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এর সঙ্গে সোনাতে ৩ শতাংশ জিএসটি যুক্ত করেছিল সরকার। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম। কিন্তু, ধনতেরাসের আগে সোনার দাম কমায় মন্দা কাটিয়ে লাভের মুখ দেখার ইঙ্গিত পাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
আগামী ২৬ অক্টোবর ধনতেরাস।