আপনার মোবাইল নম্বরটি কি ১২ অঙ্কের আধারের সঙ্গে যুক্ত? অথবা আপনার কাছে যদি একাধিক মোবাইল নম্বর থাকে, তা হলে সেগুলির মধ্যে কোনটি আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, তা জানেন কি? যদি না জানেন, তা হলে কী ভাবে চেক করবেন, সেই পদ্ধতি এখানে জেনে নিন ধাপে ধাপে।
বর্তমানে বেশ কিছু পরিষেবা পেতে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর প্রয়োজন। আধার নিয়ন্ত্রণকারী সংস্থা ইউআইডিএআই জানিয়েছে, আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি চিহ্নিত করা খুব সহজ। এর জন্য আধার আপনাকে myAadhaar পোর্টাল এবং mAadhaar অ্যাপ ব্যবহার করতে হবে।
এই পোর্টাল অথবা অ্যাপের মাধ্যমে আপনি সহজেই আধার থেকে লিঙ্ক করা মোবাইল নম্বরটি জানতে পারবেন। যদি কোনো নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে বা আপনাকে একটি নতুন নম্বর আপডেট করতে হয়, তা হলে শুধুমাত্র ৫০ টাকা খরচ করে এই কাজটি সেরে ফেলতেও পারেন। এর জন্য আপনাকে কাছের কোনো আধার কেন্দ্রে যেতে হবে।
মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না, কী ভাবে জানবেন
১. প্রথমেই আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট যান।
২. এখানে ভেরিফাই ইমেল/মোবাইল নম্বরে ক্লিক করুন।
৩. এর পরে একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে মোবাইল নম্বর ভেরিফিকেশনে ক্লিক করতে হবে।
৪. এর পরে আপনাকে ১২ অঙ্কের আধার নম্বর লিখতে হবে।
৫. পরবর্তীতে ক্যাপচা লিখতে হবে এবং যদি আপনার নম্বরটি দেওয়া থাকে, তা হলে সেটা দেখা যাবে। যদি না থাকে তবে নম্বরটি দেখা যাবে না।
আরও পড়ুন: ইপিএফ পাসবুক চেক করুন বাড়িতে বসেই, জেনে নিন এর ৪টি সহজ উপায়