সোনার দর আরও কিছুটা সস্তা, কেনার আগে জেনে নিন কোথায় দাম কত

gold market

মঙ্গলবার (২৫ জুলাই) সোনা-রুপোর দামে পতন। ফলে সোনা-রুপো কেনার কথা ভাবলে আজই কিনে ফেলতে পারেন। তবে কেনার আগে জেনে নেওয়া ভালো কোথায় দাম কত?

বিশ্বব্যাপী সোনার দাম কমেছে। আজ দিল্লিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১৫০ টাকা কমে ৬০,২০০ টাকা। এর আগের ট্রেডিংয়ে, প্রতি ১০ গ্রাম সোনার দাম বন্ধ হয়েছিল ৬০,৩৫০ টাকায়।

স্পট মার্কেটে শক্তিশালী চাহিদার কারণে আজ মঙ্গলবার ফিউচার ট্রেডিংয়ে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৯ টাকা বেড়ে হয়েছে ৫৯,১৫৫ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, আগস্টে ডেলিভারির জন্য সোনার চুক্তি ৭৯ টাকা বা ০.১৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৯,১৫৫ টাকা প্রতি ১০ গ্রাম, যেখানে ৫,৫০৬ লটের ব্যবসা হয়েছে।

আজ সোনার পাশাপাশি রুপোর দামও প্রতি কেজিতে ৩০০ টাকা কমে ৭৬,৭০০ টাকায় দাঁড়িয়েছে। অন্য দিকে, রূপোর ফিউচারের দাম প্রতি কেজিতে ৩০৯ টাকা বেড়ে হয়েছে ৭৪,৪০৫ টাকা।

কোথায় দাম কত?

দিল্লি: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬০,১৫০ টাকা।

কলকাতা: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬০,০০০ টাকা।

মুম্বই: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬০,০০০ টাকা।

বেঙ্গালুরু: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬০,০০০ টাকা।

পটনা: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬০,০৫০ টাকা।

লখনউ: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬০,১৫০ টাকা।

আরও পড়ুন: শেয়ার বাজারে শীঘ্রই চালু হবে তাৎক্ষণিক লেনদেন নিয়ম, কী ভাবে লাভবান হবেন বিনিয়োগকারীরা

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.