আধার কার্ড হারিয়েছে? অনলাইনে পিভিসি কার্ডের জন্য আবেদন করুন এই ভাবে

Aadhaar card

বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে আধার (Aadhaar) কার্ড। যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা-পরিষেবা থেকে শুরু করে স্কুল-কলেজে ভর্তি, ভ্রমণ- যে কোনো কাজেই একটি অপরিহার্য নথি আধার। এমন পরিস্থিতিতে আধার কার্ডটি হারিয়ে গেলে সমূহ সমস্যার মুখে পড়তে হয়। তবে পুনরায় আধার কার্ড পাওয়ার সহজ উপায়ও রয়েছে।

পিভিসি আধার কার্ড কী

আধার প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার ব্যবহারকারীদের পিভিসি আধার কার্ড পাওয়ার সুবিধা দিয়ে থাকে। আধার কার্ডটিকে আরও টেকসই, বহনের যোগ্য এবং অফলাইনে তাৎক্ষণিক যাচাইয়ের উপযোগী করে তুলে আধার পিভিসি কার্ডের (Aadhaar PVC card) রি-প্রিন্টের সুবিধা দিচ্ছেন ইউআইডিএআই কর্তৃপক্ষ। একাধিক নতুন বৈশিষ্ট্য সংযোজিত আধার পিভিসি কার্ডের অর্ডার করা যাবে অনলাইনে।

যদি কোনো ব্যক্তির আধার কার্ড হারিয়ে যায়, তা হলে এটি আবার তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড। এটি একটি ডিজিটাল স্বাক্ষরিত কিউআর কোড-সহ একটি কার্ড যা দেখতে ক্রেডিট/ডেবিট কার্ডের মতো। এই কার্ডটি যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই কার্ডে সমস্ত তথ্য যেমন আধার নম্বর, নাম, লিঙ্গ ইত্যাদি লিপিবদ্ধ করা হয়।

পিভিসি আধার কার্ডের জন্য কী ভাবে আবেদন জানাবেন?

১. UIDAI-এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে।

২. ‘My Aadhaar section’-এ গিয়ে ‘Order Aadhaar PVC Card’-এ ক্লিক করতে হবে।

৩. নিজের আধার নম্বর (UID) অথবা এনরোলমেন্ট আইডি (EID) দিতে হবে।

৪. এর পর সিকিউরিটি কোড অথবা ক্যাপচা দিয়ে ‘My mobile number is not registered’-এ ক্লিক করতে হবে।

৫. ওটিপি (OTP) পাওয়ার জন্য একটি মোবাইল নম্বর দিতে হবে।

৬. ওটিপি পাওয়ার পর সেটি টাইপ করার পর শর্তগুলি দেখে নেওয়ার পর সাবমিট করতে হবে।

৭. সাবমিট-এর পর পিভিসি কার্ডের সামনের দিকটির প্রিভিউ দেখা যাবে।

৮. ‘Make Payment’-এ ক্লিক করে কী ভাবে পেমেন্ট করতে চান, তা নির্দিষ্ট করতে হবে।

৯. পেমেন্ট পেজে রিডাইরেক্ট হবে। জিএসটি এবং স্পিড পোস্টের খরচ-সহ ৫০ টাকা দিতে হবে।

১০. পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনি একটি পিডিএফ ফর্ম্যাটে একটি রসিদ পাবেন।

১১. তারপর স্ট্যাটাস দেখতে এসএমএসের মাধ্যমে সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) পাবেন।

১২. এই এসআরএন নম্বরের মাধ্যমে আপনার আধারের অবস্থান জেনে নিতে পারেন।

আধার কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত নতুন আধার পিভিসি কার্ডে সর্বশেষতম সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। এর সুরক্ষা বৈশিষ্ট্যগুলির মধ্যে হলোগ্রাম, গিলোচে প্যাটার্ন, ঘোস্ট ইমেজ এবং মাইক্রোটেক্সট অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: সাইবার প্রতারণা নিয়ে আশঙ্কায় ভুগছেন? এই ৪টি উপায় অবশ্যই জানতে হবে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.