সাইবার প্রতারণা নিয়ে আশঙ্কায় ভুগছেন? এই ৪টি উপায় অবশ্যই জানতে হবে

cyber

সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে নিত্যনতুন ফন্দি আঁটছে সাইবার প্রতারকরা। লক্ষ্য টাকা হজম হলেও ফিকির অনেক। আপনি যদি এ ধরনের প্রতারণা এড়াতে চান তবে আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কিছু উপায় রয়েছে যাতে প্রতারণা এড়ানো যেতে পারে।

সাধারণত লোভনীয় কিছু অফারের টোপ দিয়ে থাকে সাইবার অপরাধীরা। কিন্তু প্রথমেই বোঝা দায় এটা আসলে কোনো প্রতারণা চক্রের কাজ। কখনো আকর্ষণীয় কোনো অফার, কখনো চাকরির অফার-সহ অনেক কিছুই অফার করে তারা। তারপর অনলাইন পেমেন্ট করতে বলে। আপনি নিজের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যেতে পারে। নিজের অজান্তে প্রতারকদের হাতে অস্ত্র তুলে দিয়ে সর্বস্বান্ত হওয়ার ঘটনা নতুন নয়।

ইউপিআই পেমেন্টে রিফান্ড অফার

ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট এখন একটা জনপ্রিয় পদ্ধতি। মুদিখানা থেকে শুরু করে শপিংমলেও ইউপিআই-এর মাধ্যমে লেনদেনে সড়গড় অনেকেই। এই সুযোগ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা অ্যাপে ঢুকে পড়ার চেষ্টা করে। সাইবার অপরাধীরা ইউপিআই রিফান্ডের প্রলোভন দেখিয়ে প্রতারণা করার চেষ্টা করে। এ ক্ষেত্রে, টাকা ফেরতের সময় প্রত্যেক ধাপ যাচাই করা উচিত। যেকোনো লেনদেন শুধুমাত্র যাচাইয়ের পরেই করা উচিত।

ওটিপি-র মাধ্যমে প্রতারণা

বেশিরভাগ জালিয়াতি ওটিপির মাধ্যমে করা হয়। ভুয়ো মেসেজ পাঠিয়ে আপনার কাছ থেকে প্রতারণার ওটিপি বা পিনের বিবরণ পাওয়ার চেষ্টা করতে পারে প্রতারক। এই বিবরণ দিয়ে, তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেয়। এমন পরিস্থিতিতে, জালিয়াতি এড়াতে, আপনার ওটিপি এবং পিন সুরক্ষিত রাখা উচিত এবং এই বিবরণগুলি কারও সঙ্গে শেয়ার করবেন না।

বাম্পার অফারে প্রতারণার ফাঁদ

ই-কমার্সের নাম ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে বাম্পার অফার দিতে পারে সাইবার প্রতারকরা। সেই অফার পেতে ওটিপি-সহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গ্রাহকে অফার দেওয়ার প্রলোভন দেখায়। উল্টো দিকে, ফাঁদে পা দিলে হাতিয়ে নেয় যাবতীয় তথ্য এবং সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্টে গচ্ছিত টাকা। আপনি যদি এই ধরনের প্রতারণা এড়াতে চান, তা হলে শুধুমাত্র রেজিস্টার্ড জায়গা থেকেই কেনাকাটা করুন। ক্যাশ অন ডেলিভারি চেষ্টা করুন।

বিল মেটানোর হুমকি

বকেয়া বিল মেটানোর নামে গ্রাহককে হুমকি দিতে পারে সাইবার প্রতারকরা। বিদ্যুতের বিল বকেয়া থাকলে সংযোগ কেটে দেওয়ার ভয় দেখিয়ে এখনই পেমেন্টর মেসেজ পাঠানো হতে পারে। প্রথমে ঘাবড়ে যাওয়া গ্রাহক অতশত চিন্তাভাবনা না করে প্রতারকের পাতা ফাঁদে পা দিয়ে ফেলতে পারেন। এক্ষেত্রে, কোনো বিল বকেয়া থাকলে এ ধরনের মেসেজে পেয়ে প্রথমেই কোনো নম্বর থেকে সেটা আসছে, তা যাচাই করুন।

আরও পড়ুন: চাইল্ড মিউচুয়াল ফান্ড কী? আপনার সন্তানের সোনালি ভবিষ্যৎ গড়তে কতটা সহায়ক

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.