বিবিডেস্ক: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) নিজের সেভিংস অ্যাকাউন্টধারীদের অনলাইনে স্থায়ী আমানত (এফডি) খোলার সুযোগ দিয়ে থাকে। অনলাইন সুবিধা ব্যবহার করে এসবিআই গ্রাহকরা যে কোনও জায়গায় সহজেই এফডি খুলতে পারেন, তবে সঙ্গে একটি ভালো ইন্টারনেট সংযোগ প্রয়োজন। এসবিআই অনলাইন এফডি অনেকের কাছেই বেশ সুবিধাজনক কারণ, আমানতের জন্য অর্থ প্রদান করা খুব সহজ এবং এটি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সরাসরি করা যেতে পারে। আপনাকে যা করতে হবে তা হল সেভিং অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট এফডিতে টাকা ট্রান্সফার করা। একবার আপনি অনলাইনে কোনও এফডি খোলার পরে, তাৎক্ষণিকভাবে আমানত পুনর্নবীকরণ এবং বন্ধ করতে পারেন। অতএব, এই উদ্দেশ্যে কোনও প্রয়োজনে ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই।
কী ভাবে অনলাইনে এসবিআই ফিক্সড ডিপোজিট (এফডি) খুলবেন-
১. ব্যক্তিগত বিবরণ দিয়ে এসবিআই নেট ব্যাঙ্কিংয়ে লগ-ইন করুন।
২. ফিক্সড ডিপোজিট অপশন থেকে, ই-টিডিআর / ই-এসটিডিআর (এফডি)-এ ক্লিক করুন। এর পর প্রসিড-এ ক্লিক করুন। টিডিআর হল মেয়াদি আমানত, এসটিডিআর হল বিশেষ মেয়াদি আমানত। এসটিডিআর ডিপোজিটে সুদটি কেবল ম্যাচুরিটিইর সময় প্রদান করা হয় তবে একটি টিডিআর ডিপোজিটে সুদটি নির্বাচিত নিয়মিত বিরতিতে প্রদান করা হয়।
৩. তালিকা থেকে আপনি যে ধরনের এফডি খুলতে চান তা বেছে নিন এবং প্রসিড’-এ ক্লিক করুন।
৪. আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তবে যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করাতে চান, সেটা বেছে নিন।
৫. এছাড়াও এফডি-র প্রিন্সিপাল ভ্যালুটি নির্দিষ্টকরুন এবং এটি ‘পরিমাণ’ কলামে পূরণ করুন। আপনার বয়স ৬০ বছরের বেশি হলে ‘সিনিয়র সিটিজেন’ ট্যাবটিতে টিক দিন।
৬. এখন, আমানতের সময়কাল — দিন, বছর / মাস / দিন বা ম্যাচুরিটি তারিখটি বেছে নিন।
৭. এখন আপনার মেয়াদি আমানত অ্যাকাউন্টের জন্য ম্যাচুরিটির নির্দেশ বেছে নিন।
ক) স্বয়ংক্রিয় মূল টাকা এবং সুদ পুনর্নবীকরণ
খ) স্বয়ংক্রিয় মূল টাকা এবং পুনরায় সুদের পুনর্নবীকরণ
গ) মূলটাকা ও সুদ বিনিময়
৯. বিশদ-সহ আপনার এফডি (নাম, নমিনি ইত্যাদি) স্ক্রিনে উপস্থিত হবে। ‘ওকে’ ক্লিক করুন।
১০. ভবিষ্যতের রেফারেন্সের জন্য লেনদেনের নম্বরটি দয়া করে নোট করুন। সম্পর্কিত অপশনে ক্লিক করে একটি প্রিন্টআউট নিতে পারেন বা পিডিএফ হিসাবে সংরক্ষণ করতে পারেন।