আগামী ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলে সেগুলি “নিষ্ক্রিয়” হয়ে যাবে বলে জানিয়েছে আয়কর দফতর। ফলে হাতে সময় রয়েছে নামমাত্র। আসুন, জেনে নেওয়া যাক কী ভাবে প্যান-আধার লিঙ্ক করবেন?
১: ই-ফাইলিং পোর্টাল incometax.gov.in/iec/foportal/-এর হোম পেজে যান এবং Quick Links-এ যান
২: বাঁদিকে ড্রপডাউন মেনুতে পেয়ে যাবেন Link Aadhaar, এখানে ক্লিক করুন
৩: আপনার PAN এবং Aadhaar নম্বর লিখুন
৪: e-Pay Tax-এর মাধ্যমে Continue to Pay-তে ক্লিক করুন
৫: আপনার PAN লিখুন, OTP পাওয়ার জন্য PAN এবং মোবাইল নম্বর নিশ্চিত করুন
৬: OTP যাচাইকরণের পরে, আপনাকে ই-পে ট্যাক্স পৃষ্ঠায় ফেরত আনবে
৭: Income Tax Tile-এর উপর এগিয়ে যেতে ক্লিক করুন
৮: আর্থিক বছর হিসেবে ২০২৩-২৪ সিলেক্ট করুন এবং অর্থপ্রদানের ধরন হিসেবে Other Receipts এবং Continue-তে ক্লিক করুন।
৯: কত টাকা দিতে হবে, তা আগে থেকেই পূরণ করা থাকবে
বিকল্পভাবে, আপনার যদি এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে যা ই-পে ট্যাক্সের মাধ্যমে অর্থপ্রদানের জন্য তালিকাভুক্ত নয়, তা হলে নীচের ধাপগুলি অনুসরণ করুন:
৯ (ক): প্রোটিন (NSDL) পোর্টালে যেতেতে ই-পে ট্যাক্স পৃষ্ঠায় দেওয়া হাইপারলিংকে ক্লিক করুন
৯(খ) : প্রোটিন পোর্টালে গেলে চালান নম্বর/আইটিএনএস ২৮০-এর অধীনে Proceed-এ ক্লিক করুন
৯(গ): ০০২১ হিসাবে প্রযোজ্য কর এবং ৫০০ টাকা কী ভাবে দেবেন, সেটার ধরন সিলেক্ট করুন
৯(ঘ): অন্যান্য বাধ্যতামূলক বিবরণ দিয়ে Proceed-এ ক্লিক করুন
১০: টাকা জমা দেওয়ার পর চালান ডাউনলোড করার অপশন আসবে
১১: জরিমানার টাকা সঠিক ভাবে জমা হলে Quick Links-এর Link Aadhaar-এ ক্লিক করে প্যান-আধার লিঙ্ক করার আবেদন জানান। প্রাথমিক ভাবে আপনার আবেদন UIDAI-এ পাঠানো হবে। লিঙ্ক হয়েছে কি না, তা পরবর্তীতে স্ট্যাটাস চেক করে জানতে পারবেন।