ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই (UPI) পেমেন্ট আজকাল ডিজিটাল লেনদেনের সবচেয়ে সহজ উপায়। এর মাধ্যমে যেকোনো ব্যক্তি সহজেই যেকোনো জায়গায় পেমেন্ট করতে পারেন। তথ্য অনুসারে, পেমেন্ট মোড ডিজিটালাইজেশন প্রচারে অনেক সাহায্য করে। এই পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা ট্রান্সফার করা যায়।
এখনও পর্যন্ত শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমেই অনেকে ইউপিআই পেমেন্ট করেন। তবে এ বার আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ক্রেডিট কার্ডকে নির্বাচিত ইউপিআই-সক্ষম অ্যাপ যেমন BHIM, Paytm, PhonePe-এর মাধ্যমে ব্যবহার করা যেতে পারে।
অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা এই সুবিধা পান। এই ব্যাঙ্কের কার্ডধারীরা তাঁদের কার্ডগুলি ইউপিআই অ্যাপের সঙ্গে লিঙ্ক করতে পারেন। এরপর তাঁরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
কী ভাবে ক্রেডিট কার্ড-ইউপিআই লিঙ্ক করবেন
১. প্রথমেই আপনাকে ডিজিটাল পেমেন্ট অ্যাপ যেমন BHIM, PhonePe, Paytm, Mobikwik ডাউনলোড করতে হবে।
২. এর পরে, আপনাকে এই অ্যাপগুলিতে আপনার বিশদ তথ্য দিয়ে লগ-ইন করতে হবে, অর্থাৎ আপনাকে এই অ্যাপগুলিতে রেজিস্টার করতে হবে। এই অ্যাপগুলিতে কোনো রেজিস্ট্রেশন ফি বা চার্জ নেই।
৩. রেজিস্ট্রেশনের পর আপনাকে পেমেন্টের জন্য আপনার ব্যাঙ্ক নির্বাচন করতে হবে। এর পরে আপনাকে আপনার মোবাইল থেকে লিঙ্ক করা ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে যা আপনি ইউপিআই পেমেন্টের সঙ্গে লিঙ্ক করতে চান।
৪. এর পরে আপনাকে ইউপিআই পিন তৈরি করতে হবে। তারপর ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে আপনার ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে।
৫. পিন সেট করার অপশনটি সিলেক্ট করে নিজের কার্ডের শেষ ৬ সংখ্যা এবং এর মেয়াদ শেষ হওয়ার তারিখ লিখুন। এর পরই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
আরও পড়ুন: বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট! জানুন জমা এবং বদলের শেষ তারিখ, দৈনিক সীমা-সহ বিস্তারিত