বিবি ডেস্ক : পেট চুক্তিতে খাওয়ার সুবিধা বা ‘ইনফিনিটি ডাইনিং’ পরিষেবা বন্ধ করে দিল খাবার বিতরণকারী সংস্থা জোম্যাটো। সংস্থা অ্যাপ্লিকেশনে এই সুবিধা আর পাওয়া যাবে না।
সংস্থার এক মুখপাত্র এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “জোম্যাটো ইনফিনিটি ডাইনিং সম্পর্কে একাধিক প্রতিক্রিয়া পেয়েছে এবং পরিষেবাটি বন্ধ দেওয়া হয়েছে। তিনি জানান, তিন মাস আগে তিনটি শহরে তিনশোরও বেশি রেস্তোঁরায় ‘ইনফিনিটি ডাইনিং’ চালু করেছিল জোম্যাটো। সংস্থার তরফে জানানো হয়েছে যে অ্যাপ্লিকেশনের ‘অল ইউ ক্যান ইট’ বিভাগের মধ্যে ছিল এই সুবিধা যা গুরগাঁও অঞ্চলের রেস্তোরাঁগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে।
এই অফার অনুযায়ী জোম্যাটো তার গোল্ড গ্রাহকদের, সীমিত সময়ের জন্য কয়েকটি নির্দিষ্ট রেস্তোঁরাগুলোর মেনু থেকে একটি নির্ধারিত দামের মধ্যে সীমাহীন খাদ্য এবং পানীয় অর্ডার করার সুবিধা দিতো। যা কতকটা পেটচুক্তিতে খাবার খাওয়ারই সামিল। এই পরিষেবাটি নিয়ে রেস্তোঁরাগুলি তাদের ক্ষোভ জানিয়েছিল। রেস্তোঁরাগুলো জানিয়েছিল যে, লাভ কমে যাচ্ছে।
ন্যাশনাল রেস্তোঁরা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই) এর সভাপতি রাহুল সিং জানিয়েছেন, একদিকে যখন জল এবং অন্যান্য সম্পদ সংরক্ষণের পক্ষে সওয়াল করা হছে তখন এভাবে ছাড় দিয়ে পণ্য অপচয়কে উৎসাহ দেওয়া যায় না। দেশ জুড়ে রেস্তোঁরাগুলো গত ১৫ আগস্ট জোম্যাটোর বিরুদ্ধে প্রচার শুরু করেছিল।
নির্দিষ্ট অর্থের বিনিময়ে সীমাহীন খাদ্য ও পানীয়ের অর্ডার দেওয়ার বিষয়টি তারাই প্রথম ভারতে নিয়ে এসেছিল। জোম্যাটোর তরফে জানানো হয়েছে যে এই বিতর্কের জেরে বেশ কিছু রেস্তোরাঁ তাঁদের সংস্থার সঙ্গে চুক্তি শেষ করলেও আরও নতুন নতুন রেস্তোরাঁ যুক্ত হচ্ছে তাঁদের সঙ্গে।