বিবি ডেস্ক : আগামী এক বছরে বাইক পরিষেবার হার তিনগুন বাড়াতে চলেছে ক্যাব অ্যাপ সংস্থা ওলা। দেশের ১৫০ শহরে এই পরিষেবার ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
গত এক বছরে তিন লাখ ক্ষুদ্র উদ্যোগপতি গড়ার কৃতিত্বও দাবি করেছে ওলা বাইক। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ওলার প্রধান সেল্স ও মার্কেটিং অফিসার অরুণ শ্রীনিবাস।
২০১৬ সালে গুরুগ্রাম, ফরিদাবাদ ও জয়পুরে চালু হয় ওলা বাইক পরিষেবা। বর্তমানে এই পরিষেবা রয়েছে হায়দরাবাদ, চণ্ডীগড়, কলকাতা, গয়া, বিকানের ও মুঘলসরাই শহরে।
ভারতে সাফল্য পাওয়ার পরে এবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেনের বাজারেও পরিষেবা চালুর পরিকল্পনা করেছে ওলা। সেই সঙ্গে ইলেকট্রিক যানবাহনের দিকেও নজর রয়েছে ওলার। গত জুলাই মাসে পাওয়া রিপোর্ট অনুযায়ী, সফ্টব্যাংক থেকে ১,৭২৫ কোটি টাকার বেশি ঋণ মঞ্জুর হয়েছে এই সংস্থার নামে।