হাওড়া : করোনা পরিস্থিতি মোকাবিলা রাজ্যে দুটি নির্দিষ্ট দিনে পুরো লকডাউন ঘোষণা করেছে নবান্ন। একই সঙ্গে রাজ্যে ব্যাঙ্ক খোলা নিয়ে নয়া অ্যাডভাইজারি জারি করল রাজ্য সরকার।
এখন থেকে সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্কের কাজকর্ম চলবে। শনি এবং রবিবার বন্ধ রাখতে হবে সমস্ত শাখা।
কাজ দিনগুলিতেও ব্যাঙ্কের গ্রাহক পরিষেবার সময় বেঁধে দিয়েছে রাজ্য সরকার।
মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্কগুলি খোলা থাকবে।
কেন রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল
জানা গিয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন রাজ্যের ব্যাঙ্ককর্মচারীরা। তার পরিপ্রেক্ষিতে এই অ্যাডভাজারি প্রকাশ করেছে রাজ্য সরকার।
নবান্নে এক সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এবার থেকে প্রতি সপ্তাহের একদিন বা দুদিন রাজ্যজুড়ে পুরো লকডাউন জারি থাকবে।
পরিবহণ, অফিস সহ সব কিছু বন্ধ থাকবে।
সপ্তাহের কোন দিনগুলি লকডাউন হবে সেই ব্যাপারে সিন্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের কমিটি।
এই সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার রাজ্যজুড়ে পুরোপুরিই লকডাউন জারি থাকবে বলে নবান্ন থেকে জানানো হয়েছে।