বিবি ডেস্ক : এমনিতে রাজ্য সরকার অ্যাডভাইজারি জারি করে শনি ও রবি এই দুটি দিন ব্যাঙ্ক বন্ধের ঘোষণা করেছিল। কঠোর লকডাউনের জন্য এবার রাজ্যে বাড়তি দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহে দু’দিনের লকডাউন। ওই দিন সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে । এছাড়া ব্যাঙ্ক বন্ধ শনিবার এবং আগামী সপ্তাহের বুধবার (২৯ জুলাই)।
করোনা হানা দিয়েছে ব্যাঙ্কগুলিতেও। বেশ কয়েকটি ব্যাঙ্কের কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কর্মী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারে কাছে আবেদন জানানো হয় ব্যাঙ্কের কাজকর্মের সময়সীমা নিয়ন্ত্রনের জন্য।
রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় এখন থেকে সপ্তাহে পাঁচিদিন ব্যাঙ্কিং কাজকর্ম চলবে। গ্রাহক পরিষেবার সময়ও বেঁধে দেওয়া হয়।
গোষ্ঠী সংক্রমণ রুখতে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় সপ্তাহে দু’দিন কড়া লকডাউন হবে। ওই দিন গাড়িঘোড়া চলবে না অফিস কাছারিও খুলবে না।
রাজ্যের এক নির্দেশিকায় ঘোষণা করা হয়, চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার লকডাউন হবে। আগামী সপ্তাহে লকডাউন হবে বুধবার। ওই সপ্তাহে অন্য একটি দিন পরে ঠিক করে জানান হবে।
এই লকডাউনের আওতায় ব্যাঙ্কও পড়ছে। সে কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে বৃহস্পতি, শনি ও বুধবার।