বিবি ডেস্ক : করোনার জেরে বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে ঋণের পরিমাণ রেকর্ড ছুঁয়েছে।
সম্প্রতি ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ফিনান্স (IIF) তার এক রিপোর্টে জানিয়েছে, গত মার্চ মাসের শেষ ত্রৈমাসিকে গোটা বিশ্বে ঋমের পরিমাণ ২৫৮ লক্ষ কোটি মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে।
এই ঋণের পরিমাণ গোটা বিশ্বের সব দেশগুলি মোট উৎপাদনের ৩৩১ শতাংশ বা সাড়ে চার গুণ।
আইআইএফ জানিয়েছে, বিশ্বে ঋণ ও জিডিপির অনুপাত মার্চ ত্রৈমাসিকে ১০ পয়েন্ট বেড়ে ৩৩১ শতাংশ হয়েছে। যা এক কথায় সর্বকালীন রেকর্ড।
কেন বেড়েছে ঋণের পরিমাণ?
করোনাভাইরাস সংক্রমণ কমাতে বিশ্বের প্রায় সব দেশেই লকডাউন ঘোষণা করা হয়। এর ফলে ধাক্কা খেয়েছ অর্থনীতি।
সরকার, কর্পোরেট সংস্থা, আর্থিক সংস্থা থেকে সাধারণ মানুষ বাধ্য হয়েছে ঋণ নেওয়ার পথে হাঁটতে। মার্চ মাসে এই ঋণ নেওয়ার পরিমাণ দ্রুততর হয়েছে।
আইআইএফ জানিয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে সরকার, কর্পোরেট এবং আর্থিক সংস্থাগুলি বাজারে মোট ১২. ৫ লক্ষ কোটি ডলার মূল্যের ঋণপত্র বিক্রি করেছে।
যেখানে ২০১৯ সালের জুন ত্রৈমাসিকে ৫.৫ লক্ষ ডলারের ঋণপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে ৬০ শতাংশই ছিল সরকারের ছাড়া ঋণপত্র।
এখন প্রশ্ন হল এই বিপুল পরিমাণ ঋণ কি পরিশোধ করা যাবে? এ ব্যাপারে রিপোর্ট কিছুটা আশার কথা শুনিয়েছে আইআইএফ। তারা বলেছে, সরকারি ঋণপত্রগুলির ৯২ শতাংশই হল ইনভেস্টমেন্ট গ্রেড বা বিনিয়োগ যোগ্য।
উল্লেখযোগ্য ভাবে চিনের ঋণের বোঝা ৩০২ শতাংশ থেকে বেড়ে হয়েছে জিডিপির ৩১৮শতাংশ। এই ঋণ অল্প কিছুদিনের মধ্যেই ৩৩৫ শতাংশে পৌঁছ যাবে বলে রিপোর্টে বলা হয়েছে।