গুয়াহাটি : দিল্লি দাঙ্গা কিংবা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদের কোনো প্রভাব পড়বে না বিদেশি বিনিয়োগ ক্ষেত্রে । বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এ দিন অর্থমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে বলেন, সম্প্রতি তিনি সৌদি আরব সফরে গিয়েছিলেন, সেখানে বিনিয়োগকারীরা তাকে ভারতে বিনিয়োগের নিয়ে আশ্বাস দিয়েছেন।
যখন সাংবাদিকরা তাকে দিল্লি দাঙ্গা এবং সিএএ বিরোধী প্রতিবাদ নিয়ে প্রশ্ন করেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা এর ফলে আঘাতপ্রাপ্ত হয়নি।
করোনাভাইরাস আতঙ্ক কতটা প্রভাব ফেলতে পারে অর্থনীতিতে, তা নিয়ে প্রশ্ন করা হলে, নির্মলা সীতারমণ বলেন, এখনও পর্যন্ত তেমন কোনো প্রভাব চোখে পড়ছে না।
তিনি আরও বলেন,‘‘তবে আগামী দু’মাসের মধ্যে যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে কাঁচামালে ঘাটতি দেখা দিতে পারে। সেই পরিস্থিতির কি ভাবে মোকাবিলা করা যাবে তা নিয়ে আমরা কাজ করে চলেছি।’’