মিউচুয়্যাল ফান্ড
এবার সরাসরি এক্সচেঞ্জ থেকে কেনা যাবে মিউচ্যুয়াল ফান্ড

বিবি ডেস্ক : এবার মিউচ্যুয়াল ফান্ড কিনতে কোনো দালাল বা ফান্ড ডিস্টিবিউটারের কাছে যেতে হবে না। সেবির কাছ থেকে আপনি সরাসরি মিউচ্যুয়াল ফান্ড কিনতে বা বেচতে পারবেন।
২৬ ফেব্রুয়ারি সেবি তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বিনিয়োগকারী সরাসরি তাদের ওয়েবসাইট থেকে মিচ্যুয়াল ফান্ড কেনাবেচা করতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পরিকাঠামো স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর ফলে সরাসরি মিচ্যুয়াল ফান্ড কেনার জন্য গ্রাহককে কোন ডিস্ট্রিবিউটার কমিশন দিতে হবে না। এর আগে বিনিয়োগ করতে ক্রেতাকে কোন মধ্যস্থতাকারী প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড কিনতে হতো।
মিউচ্যুয়াল ফান্ড বিক্রেতা সংস্থাগুলি সেবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এইচডিএফসি সিকিউরিটিস-র রিটেল রিসার্চ-এর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট দীপক জেশানি জানিয়েছেন, ‘‘এক্সচেঞ্জগুলি একটি তাদের ওয়েবসাইটে এই ধরনের মিউচ্যুয়াল ফান্ড কেনাবেচার জন্য আলাদা ব্যবস্থা করবে।’’ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, মিরা অ্যাসেট মিউচ্যুয়াল ফান্ডের সিইও স্বরূপ মহন্তি। তিনি মনে করেন এই উদ্যোগ মিউচ্যুয়াল ফান্ডের বাজারকে আরও বড় করবে।
মধ্যস্থতাকারী সংস্থার কেউ কেউ প্রশ্ন করেছেন, সেবি একটি আধা নিয়ামক সংস্থা। তারপক্ষে একটি ব্যাক অফিস রেখে গ্রাহককে পরিষেবা দেওয়া এবং একই সঙ্গে নিয়ামক সংস্থা হিসাবে কাজ চালিয়ে যাওয়া আদৌ সুষ্ঠ ভাবে করা সম্ভব হবে?
সূত্র: লাইভ মিন্ট
ফিনান্স
বিনিয়োগের তালিকায় কেন রাখতেই হবে আপৎকালীন তহবিল

বিবি ডেস্ক: জীবনে চলার পথে হঠাৎ তৈরি হওয়া এই সমস্যা এড়ানোর সবচেয়ে ভাল বিকল্প হল জরুরি বা আপৎকালীন তহবিল (Emergency Fund)। বিনিয়োগের পরিভাষায় যাকে বলে এমার্জেন্সি ফান্ড।
কেন করা উচিত আপৎকালীন তহবিল
এই ফান্ডগুলি জরুরি সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে ভবিষ্যতের জন্য সঞ্চয়ও ধরে রাখে। পূর্ব পরিকল্পনার মাধ্যমে এই তহবিল জমিয়ে রাখতে পারলে যে কোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য হাতে যথেষ্ট সময় পাওয়া যায়। তা ছাড়া, আপৎকালীন তহবিলকে (Emergency Fund) এক ধরনের বিনিয়োগ হিসেবেও ধরা যেতে পারে। এই কারণেই আয়, ব্যয় এবং সঞ্চয় অনুযায়ী সকলরেই একটি আপৎকালীন তহবিল (Emergency Fund) তৈরি করে রাখা উচিত।
মনে রাখবেন, আমরা প্রত্যেকেই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কমবেশি ওয়াকিবহাল। প্রত্যেক মানুষই নিজের মাসিক আয়ের থেকে সংসার বাবদ খরচ সরিয়ে রেখে তার থেকে কিছু টাকা বিভিন্ন খাতে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে। সেই বিনিয়োগ ও খরচ ব্যতিরেকে ভবিষ্যৎ পরিকল্পনার তালিকায় আপৎকালীন তহবিলকেও রাখা উচিত।
কী ভাবে তৈরি করবেন আপৎকালীন তহবিল?
এই তহবিল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই তহবিলের টাকা জরুরি বা আপৎকালীন অবস্থা ছাড়া অন্য কোনও কারণে কিন্তু খরচ করা যাবে না। এমনকি একে সঞ্চয়ের খাতাতেও (Savings) না ধরাই ভাল। এই দু’টি মূল বিষয় খেয়াল রেখে, নিখুঁত অঙ্ক কষে ফান্ডটি তৈরি করতে হবে। বিশেষজ্ঞদের মতে, কোনও সমস্যাই ছ’মাসের বেশি স্থায়ী হয় না। এই সময়ের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই বিপদ কেটে যায় বা আমরা সমস্যা সমাধানের পথ খুঁজে বার করে ফেলি।
কত টাকা জমানো উচিত
আপাতকালীন ফান্ডের মূল নিয়ম হল, আপনার মাসিক আয়ের ছ’গুণ টাকা এই তহবিলে জমা রাখতে হবে। এই জরুরি তহবিলে কমপক্ষে ছ’মাস সংসার চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ সঞ্চয় করা উচিত। অর্থাৎ, কোনও ব্যক্তির মাসিক খরচ ৫০ হাজার টাকা হলে জরুরি তহবিলে তাঁকে তিন লক্ষ টাকা রাখতে হবে। আপৎকালীন তহবিল থাকলে তা স্বল্পমেয়াদী লক্ষ্যপূরণেও সাহায্য করবে। এই সঞ্চিত অর্থ দিয়ে ব্যবসায়িক ক্ষতিপূরণ, চিকিৎসার খরচ বা আর্থিক টানাপড়েনের সমস্যা মেটানো যাবে।
কোন খাতে সঞ্চয়
জরুরি তহবিলের অর্থকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখান থেকে খুব সহজেই টাকা তোলা যাবে। নগদ হিসেবে সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা যেতে পারে যেখান থেকে যে কোনও সময় কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা যাবে। এটিকে লিকুইড মিউচুয়াল ফান্ড (Mutual Fund) হিসেবেও বিনিয়োগ করা যেতে পারে। কারণ এই তহবিলের টাকা শুধুমাত্র মানি মার্কেট সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়। এই কারণেই এই লগ্নিতে ঝুঁকি খুবই কম থাকে। পাশাপাশি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা রেকারিং ডিপোজিটের (Recurring Deposit) রূপেও জরুরি তহবিল জমানো যেতে পারে। অন্য ফান্ডের মতো জরুরি এই ফান্ডকেও তিনটি ভাগে ভাগ করা যায়— স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি এবং মধ্যমেয়াদি।
আরও পড়ুন: পেনশনভোগীরা কী ভাবে অনলাইনে জীবন শংসাপত্র জমা দেবেন
খবর
SIP: সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এসআইপি
টানা চতুর্থ মাসে ১২ হাজার কোটি টাকার উপরে রয়ে গিয়েছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)…

বিবি ডেস্ক: টানা চতুর্থ মাসে ১২ হাজার কোটি টাকার উপরে রয়ে গিয়েছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)। বাজারের অস্থিরতার মধ্যেও গত আগস্ট মাসে স্থিতিস্থাপকতা দেখিয়েছেন খুচরো বিনিয়োগকারীরা।
উল্লেখযোগ্য ভাবে, সেবি (SEBI)-র তিন মাসের নিষেধাজ্ঞার পরেও নতুন ফান্ড অফারিং (NFO)-গুলিও এসপিআই প্রবাহে যথেষ্ট অবদান রেখেছিল।
কী বলছে পরিসংখ্যান
অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া (AMFI)-এর তথ্য অনুযায়ী, শেষ হওয়া আগস্ট মাসে এসআইপি বেড়েছে ১২ হাজার ৬৯৪ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যে সাধারণের আগ্রহ বাড়াচ্ছে, এই ঘটনা তারই ইঙ্গিত। যেখানে সমগ্র মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সম্পদ ব্যবস্থাপনার অধীনে (AUM) খুচরো বিনিয়োগকারী।
সামগ্রিকভাবে নেট ইনফ্লো দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৭ কোটি টাকা- যা টানা দ্বিতীয় মাসে বেড়েছে। গত এপ্রিল মাসে এই পরিমাণ ছিল সর্বোচ্চ।
ইক্যুইটি বিভাগে টানা ১৮ মাসে প্রবাহ দেখা গিয়েছে। থিমেটিক এবং ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড ছাড়া সমস্ত ইক্যুইটি ফান্ড বিভাগ আগস্টেও একটা প্রবাহ দেখা গিয়েছে। তবে ইক্যুইটি প্রবাহ (Equity flow) দাঁড়িয়েছে ৬ হাজার ১২০ কোটি টাকা। যা ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
দেখা গিয়েছে, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ উভয় বিভাগেই প্রবাহ হ্রাস পেয়েছে, তবে, মিড-ক্যাপে জুলাইয়ের তুলনায় ফান্ড প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
তবে, ইক্যুইটি এবং মিউচুয়াল ফান্ড এইউএম এখন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই দুই ক্ষেত্রে এইউএম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪.৬ লক্ষ কোটি এবং ৩৯.৫ লক্ষ কোটি টাকা।
এমনিতে এইউএম পরিমাণে টানাপোড়েন চলছে বেশ কয়েক মাস ধরেই। এর মধ্যে রয়েছে বিশ্ববাজারের অস্থিরতা। মুদ্রাস্ফীতির চাপান-উতোর, কর্পোরেট আয়ের মধ্যে ইপিএস বৃদ্ধি, শক্তিশালী জিডিপি বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির মূল সুদের হার বৃদ্ধির ফলে যা এখন কিছুটা হলেও ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: দাম উঠতে পারে ন’হাজার কোটি! আয় বাড়াতে এ বার জমি বিক্রির পথে রাজ্য
মিউচুয়্যাল ফান্ড
মিউচুয়াল ফান্ড: একই সঙ্গে সোনা ও রুপোয় বিনিয়োগ স্কিম এডেলউইসের

বিবি ডেস্ক: প্রাচীনকাল থেকেই ভবিষ্যতের সঞ্চয়ে সোনা-রুপোয় আগ্রহী মানুষ। মূল্যবান এই ধাতু চরম অসময়ে কাজ দেয়। আধুনিক যুগে বিনিয়োগের মাধ্যমেও ব্যাপক বদল এসেছে। দু:সময়ের ভাবনা তো রয়েইছে, পাশাপাশি ভালো অংকের রিটার্নের জন্যও অনেকেই বিনিয়োগ করেন সোনা-রুপোয়।
একই সঙ্গে সোনা এবং রুপোয় বিনিয়োগ
চাহিদার দিকে তাকিয়েই একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে সম্পদ ব্যবস্থাপনা সংস্থা এডেলউইস অ্যাসেট ম্যানেজমেন্ট (Edelweiss Asset Management)। এই স্কিমে আপনি একই সঙ্গে সোনা এবং রুপোয় বিনিয়োগ করতে পারেন।
এই স্কিমের নাম এডেলউইস গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ ফান্ড অফ ফান্ড (Edelweiss Gold and Silver ETF Fund of Fund)। এই ধরনের প্রথম মিউচুয়াল ফান্ড স্কিম যা একই সঙ্গে সোনা এবং রুপো, উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করা যায়। ২৪ আগস্ট শুরু হয়েছে এই স্কিমে বিনিয়োগ, সুযোগ রয়েছে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ, এই স্কিমে বিনিয়োগ করার জন্য আপনার হাতে মাত্র এক দিন সময় রয়েছে।
এই স্কিমটি চালু করার সময়, এডেলউইস এমএফ-এর সিইও, ডিরেক্টর রাধিকা গুপ্তা বলেছিলেন, বাজারে সোনা এবং রুপোয় আলাদা ভাবে বিনিয়োগের জন্য অনেক স্কিম রয়েছে। তবে একই সঙ্গে দু’টিতে বিনিয়োগ করা যায়, এমন কোনো স্কিম নেই।
সোনাকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখা হয়। যা খারাপ সময়ে কাজ দেয়। অন্য দিকে, রুপো দ্রুত এবং উচ্চ হারে রিটার্ন দেয়। এমন পরিস্থিতিতে, এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, আপনি আরও ভাল রিটার্ন-সহ একটি নিরাপদ ভবিষ্যতের আশ্বাস পাবেন বলে দাবি করেন রাধিকা।
এডেলউইস গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ মিউচুয়াল ফান্ডের বিশেষত্ব
এডেলউইস গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ ফান্ড মিউচুয়াল ফান্ড হল এমন একটি ওপেন-এন্ডেড ফান্ডের স্কিম, যার মাধ্যমে কেউ একই সঙ্গে সোনা এবং রুপো, উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করা সম্ভব।
এটাই দেশের প্রথম মিউচুয়াল ফান্ড, যেখানে আপনি একই সঙ্গে সোনা এবং রুপো, উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করতে পারেন।
এই স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো লক ইন পিরিয়ড নেই, তবে আপনি যদি ১ বছরের আগে টাকা তুলে নেন, তা হলে আপনার বিনিয়োগ থেকে ১ শতাংশ কেটে নেওয়া হবে।
আপনি এই স্কিমে কমপক্ষে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন।
এই স্কিম থেকে আয় সোনা ও রুপোর দামের উপর নির্ভর করবে।
এর সাবস্ক্রিপশন বন্ধ হচ্ছে আগামী বুধবার (৭ সেপ্টেম্বর)।
আরও পড়ুন: ৪টি কর সাশ্রয়কারী ফিক্সড ডিপোজিট, সুদের হার সাড়ে ৬ শতাংশের বেশি
-
খবর3 months ago
আশঙ্কা বাড়িয়ে আইএমএফ, বিশ্ব ব্যাঙ্কের পর ভারতের আর্থিক বৃদ্ধি কমাল মুডিজও
-
ফিনান্স3 months ago
বিনিয়োগের তালিকায় কেন রাখতেই হবে আপৎকালীন তহবিল
-
বিমা4 months ago
মানসিক সমস্যায় কি স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়?
-
বিমা4 months ago
স্বাস্থ্য বিমা করাবেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন
-
ফিনান্স2 months ago
বাড়িতে বসে কী ভাবে ইপিএফ ক্লেম স্ট্যাটাস জানবেন, রইল সহজ পদ্ধতি
-
খবর5 months ago
SIP: সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এসআইপি
-
ফিনান্স5 months ago
বিকল্প আয়ের পথ খুঁজছেন? তা হলে এই ৫টি টিপসে চোখ বুলিয়ে নিন
-
খবর5 months ago
মুনলাইটিং কী? এই পদ্ধতি নিয়ে কেন কর্মীদের সতর্ক করল ইনফোসিস