বিবি ডেস্ক : এবার মিউচ্যুয়াল ফান্ড কিনতে কোনো দালাল বা ফান্ড ডিস্টিবিউটারের কাছে যেতে হবে না। সেবির কাছ থেকে আপনি সরাসরি মিউচ্যুয়াল ফান্ড কিনতে বা বেচতে পারবেন।
২৬ ফেব্রুয়ারি সেবি তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বিনিয়োগকারী সরাসরি তাদের ওয়েবসাইট থেকে মিচ্যুয়াল ফান্ড কেনাবেচা করতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পরিকাঠামো স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর ফলে সরাসরি মিচ্যুয়াল ফান্ড কেনার জন্য গ্রাহককে কোন ডিস্ট্রিবিউটার কমিশন দিতে হবে না। এর আগে বিনিয়োগ করতে ক্রেতাকে কোন মধ্যস্থতাকারী প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড কিনতে হতো।
মিউচ্যুয়াল ফান্ড বিক্রেতা সংস্থাগুলি সেবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এইচডিএফসি সিকিউরিটিস-র রিটেল রিসার্চ-এর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট দীপক জেশানি জানিয়েছেন, ‘‘এক্সচেঞ্জগুলি একটি তাদের ওয়েবসাইটে এই ধরনের মিউচ্যুয়াল ফান্ড কেনাবেচার জন্য আলাদা ব্যবস্থা করবে।’’ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, মিরা অ্যাসেট মিউচ্যুয়াল ফান্ডের সিইও স্বরূপ মহন্তি। তিনি মনে করেন এই উদ্যোগ মিউচ্যুয়াল ফান্ডের বাজারকে আরও বড় করবে।
মধ্যস্থতাকারী সংস্থার কেউ কেউ প্রশ্ন করেছেন, সেবি একটি আধা নিয়ামক সংস্থা। তারপক্ষে একটি ব্যাক অফিস রেখে গ্রাহককে পরিষেবা দেওয়া এবং একই সঙ্গে নিয়ামক সংস্থা হিসাবে কাজ চালিয়ে যাওয়া আদৌ সুষ্ঠ ভাবে করা সম্ভব হবে?
সূত্র: লাইভ মিন্ট