আকাশছোঁয়া ডালের দাম! প্রতিদিনের ব্যবহৃত এই উপকরণের দাম কমাতে যাবতীয় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবুও নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখা যাচ্ছে না ডালের দামে।
সম্প্রতি মূল্যস্ফীতির তথ্য পেশ করেছে কেন্দ্র। যেখানে দেখা যাচ্ছে ডাল এবং সংশ্লিষ্ট পণ্যের মূল্যস্ফীতির হার ২০২৩ সালের ডিসেম্বর মাসে ২০.৭৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। যেখানে এক বছর আগের একই সময়ে, ২০২২ সালের ডিসেম্বরে ডালের মূল্যস্ফীতির হার ছিল ৩.১৫ শতাংশ। অর্থাৎ এক বছরে ডালের মূল্যবৃদ্ধির হার ১৭.৫৮ শতাংশ।
শুধুমাত্র খুচরো মূল্যস্ফীতির তথ্যেই নয়, সোমবার (১৫ জানুয়ারি, ২০২৪) বাণিজ্যমন্ত্রকের প্রকাশিত ডিসেম্বর ২০২৩-এর পাইকারি মূল্যস্ফীতির তথ্যেও ডালের মূল্যস্ফীতির হার ঠেকেছে ১৯.৬০ শতাংশে। যেখানে ২০২২ সালের ডিসেম্বরে ডালের মূল্যস্ফীতির হার ছিল ১.৪৮ শতাংশ। স্পষ্টতই, খুচরো মূল্যস্ফীতি বা পাইকারি মূল্যস্ফীতি, উভয়ক্ষেত্রেই গত এক বছরে ডালের মূল্যস্ফীতির হারে বড়োসড়ো লাফ ধরা পড়েছে।
কেন্দ্রীয় দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার (১৪ জানুয়ারি, ২০২৪) খুচরো বাজারে অড়হর ডালের গড় দাম ছিল ১৫১.৮৮ টাকা প্রতি কেজি। যেখানে এক বছর আগে জানুয়ারিতে প্রতি কেজি অড়হর ডাল ১১০.৮১ টাকায় পাওয়া যেত। অর্থাৎ এক বছরে গড় দাম বেড়েছে ৩৭ শতাংশ। বাকি সমস্ত ডালেরও দাম ঊর্ধ্বমুখী।
ডালের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সাম্প্রতিক সময়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তা সত্ত্বেও ডালের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পকেটে বাড়তি বোঝা চাপাচ্ছে। ডালের আকাশছোঁয়া দামে উদ্বিগ্ন কেন্দ্র গত ডিসেম্বরে কয়েকটি ডালের শুল্কমুক্ত আমদানির মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এমনকী শুল্কমুক্ত মসুর ডাল আমদানির মেয়াদও এক বছর বাড়িয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: মোবাইল অ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যে প্যান কার্ড আপডেট করুন, জানুন সম্পূর্ণ পদ্ধতি