‘সুপার অ্যাপ’ আনছে রেল, এক জায়গায় মিলবে সব সুবিধা

train

গত কয়েক বছর ধরে নিত্যনতুন প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান করে চলেছে রেলওয়ে। এখন ভারতীয় রেল বুঝতে পেরেছে যে প্রতিটি সমস্যার জন্য আলাদা অ্যাপ থাকলে যাত্রীদের অসুবিধা হয়। এর জন্য একটি সুপার অ্যাপ তৈরি করা হয়েছে। এই সুপার অ্যাপ রেলওয়ের সমস্ত পরিষেবাকে এক জায়গায় জড়ো করবে। এতে যাত্রীদের অনেক সুবিধা হবে।

জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ের এই সুপার অ্যাপটি প্রযুক্তিগত ভাবে অনেক উন্নত। প্রায় সমস্ত পরিষেবাকে এক ছাদের নীচে নিয়ে আসতে কাজ করবে। এর মাধ্যমে কোনো যাত্রী এক জায়গায় টিকিট বুকিং এবং ট্রেন ট্র্যাকিংয়ের মতো অনেক কাজ করতে পারবেন।

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই অ্যাপটি চালু করার প্রস্তুতি চলছে। এ ছাড়াও ভারতীয় রেল টিকিট ফেরতের জন্য ২৪ ঘন্টা পরিষেবা শুরু করতে চলেছে। এটি টিকিট বাতিলের সুবিধা আরও স্বস্তিদায়ক এবং দ্রুত করে তুলবে।

বলে রাখা ভালো, বর্তমানে, আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপটি ভারতীয় রেলওয়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অ্যাপ। এটি প্রায় ১০ কোটি ডাউনলোড হয়েছে। এ ছাড়াও আরও অনেক অ্যাপ রয়েছে, যেমন রেল মদদ, ইউটিএস, সতর্ক, টিএমএস নিরীক্ষণ, আইআরসিটিসি এয়ার এবং পোর্ট রিড ইত্যাদি।

এই সমস্ত অ্যাপগুলিকে একটি একক অ্যাপ্লিকেশনে নিয়ে আসার চেষ্টা করছে রেলওয়ে। এক ঊর্ধ্বতন আধিকারিকের মতে, কলকাতা মেট্রোর মোবাইল অ্যাপ ব্যবহার করছেন ৪ লাখেরও বেশি মানুষ। এটি সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন (CRIS)-এর তৈরি করা হয়েছে। যাত্রীরা এটা খুবই সুবিধাজনক মনে করছেন। সুপার অ্যাপটিও একটি ওয়ান স্টপ সমাধান হতে চায়।

আরও পড়ুন: কর বাঁচানোর বিকল্প রাস্তা খুঁজছেন? জানুন এখানে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.