নিজস্ব প্রতিনিধি : মন্দার জেরে পুজোর পর গয়না শিল্পে ব্যাপক ছাঁটাই হতে পারে। এই শিল্প বাঁচাতে অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হল।
সংস্থার ভাইস চেয়ারম্যান শঙ্কর সেনের হিসেবে গত কয়েক বছরে ব্যবসা কমেছে ৯৫ শতাংশ। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির নেতা বাবলু কোলের আশঙ্কা এই শিল্পের সঙ্গে জড়িত ৮ কোটি শ্রমিকের জীবিকা বিপন্ন। এ রাজ্যেই ১০ হাজার সোনার দোকানে দেড় লাখেরও বেশি কর্মী কাজ করে। স্বর্ণ শিল্প বেকায়দায় পড়লে এদের অনেকেরই জীবন জীবিকার সঙ্কট দেখা দেবে।
কেন স্বর্ণ শিল্পে এই মন্দা?
কারণ হিসাবে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, সোনা আনতে প্রচুর বিদেশি মুদ্রা খরচ হয়। সেই কারণে সরকার বাণিজ্য ঘাটতি কম করতে সোনার আমদানি শুল্ক বাড়িয়ে ১২.৫ শতাংশ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশের বাজারে সোনার দাম বৃদ্ধি ও জিএসটির বোঝা। ফলে সোনার দাম এখন ১০ গ্রাম ৪১ হাজার ছুঁই ছুঁই।
সোনা ব্যবসায়ীদের বক্তব্য, আমদানি খরচ আছে ঠিকই কিন্তু সোনার গয়না রপ্তানি করে সরকারের মোট বিদেশি মুদ্রার ভাঁড়ারের ১৭ শতাংশ আয় হয়। সেদিকে তাকিয়ে আমদানি শুল্ক ও জিএসটি শিথিল করা উচিত।
আরও পড়ুন : দ্বিগুণের বেশি লোকসান পেটিএমের