বিবি ডেস্ক : দ্বিগুণেরও বেশি লোকসানের মুখে পেটিএম।পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেড গত অর্থবছরে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি মার্জিনাল হারে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। একত্রিতভাবে পেটিএম মানি, পেটিএম ফিনান্সিয়াল সার্ভিসেস, পেটিএম এন্টারটেইনমেন্ট সার্ভিস-সহ অন্যান্য ব্যবসায়িক সংস্থাগুলো এই অবস্থার মুখে পড়েছে। সংস্থাটির বার্ষিক রিপোর্ট অনুসারে সংস্থাটি এক বছর আগে ১৬০৪.৩৪ কোটি টাকা থেকে ৪২১৭ কোটি টাকা লোকসান করেছে।
৩১ অগস্ট ২০১৯ পর্যন্ত এককভাবে ওয়ান ৯৭ কমুনিকেশনের নেট লোকসান দাঁড়িয়েছে ৩৯৫৯.৬ কোটি। যা গত অর্থবর্ষে ছিল ১৪৯০ কোটি। এই সময়ে কোম্পানির মোট আয় সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭৯.৬৭ কোটি টাকায়। যা এক বছর আগে ছিল ৩৩০৯.৬১ কোটি টাকা।
পেটিএমের প্রতিষ্ঠাতা এবং পরিচালক বিজয় শেখর শর্মা সংস্থার ১৫.৭ শতাংশের মালিক। তিনি বলেন, “ব্র্যান্ড তৈরি এবং তার ব্যবসায়িক লেনদেন প্রতিষ্ঠায় সংস্থাটি বিশাল মূলধন ব্যয় করেছে। যা আর্থিক বছরে লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে।”