বিবি ডেস্ক : বিধানসভা ভোট মিটে যাওয়ার পর থেকেই তেলের দাম বেড়ে চলেছে। কলকাতা পেট্রোলের দাম সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেল। পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডিজেলের দামও।
কলকাতায় আজ এক লিটার পেট্রোলের দাম ৯৮.৩০ টাকা। আগের দিনের থেকে লিটার পিছু বেড়েছে ৩৩ পয়সা।
অন্যদিকে, ডিজেলর দাম ২৫ পয়সা বেড়ে হয়েছে ৯১.৭৫ টাকা। আগের দিনও দুই জ্বালানির দাম বেড়ে ছিল যথাক্রমে ৩৪ এবং ৩৫ পয়সা।
ভোট মেটার পর একদিনের জন্যও জ্বালানির দাম কমেনি। বরং দু-একদিন অন্তর তা বেড়ে চলেছে। এ ভাবে জ্বালানির দাম বেড়ে চললেও রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে কোন উদ্যোগই দেখানো হয়নি দাম কমানোর। ফলে মূল্যবদ্ধির কমার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গত ১৮ জুন বেঙ্গালুরুতে পেট্রোলের দর ১০০ ছাড়িয়েছিল। এই ১০দিনের ভেতর তা ১০১.৭৫ পৌঁছে গিয়েছে। মুম্বই, হায়দরাবাদেও সেঞ্চুরি করেছে পেট্রোলের দর।
আরও পড়ুন : ডেলিভারি পরিষেবায় মহিলাদের অংশগ্রহণ বাড়াচ্ছে Zomato
লোন সংক্রান্ত প্রতিবেদন
অবসরগ্রহণের পর হোম লোনের আবেদন করবেন? এই ৬টি বিষয় মাথায় রাখুন
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.