কলকাতা: দেশ জুড়ে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় পদক্ষেপ করতে চলেছে কর্মী রাজ্য বিমা নিগম (ইএসআইসি) (Employees State Insurance Corporation) (ESIC)। আগামী ৪ বছরের মধ্যে দেশে ৬৮টি নতুন হাসপাতাল তৈরি করতে চলেছে তারা। এর মধ্যে এ রাজ্যের ভাগ্যে আসতে চলেছে ৪টি হাসপাতাল। সম্প্রতি পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে পিএইচডি, এমডি, নার্সিং এবং প্যারামেডিক্যাল পাঠ্যক্রম চালু করা হবে বলেও জানিয়েছে তারা।
রাজ্যের কোথায় হাসপাতাল
ইএসআইয়ের পরিচালন পর্ষদের সদস্য এস পি তিওয়ারি জানান, আগামী মার্চের মধ্যে শিলিগুড়ি এবং হলদিয়ায় দু’টি ১০০ শয্যার হাসপাতাল চালু হতে চলেছে। সেগুলির নির্মাণকাজ শেষের পথে। এ ছাড়া পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে এবং উত্তর ২৪ পরগনার গড় শ্যামনগরে হবে দু’টি হাসপাতাল। ওই ৬৮টির বাইরেও মুর্শিদাবাদের জঙ্গিপুরে এবং মালদার বীরপুরে আরও দু’টি নতুন হাসপাতাল গড়ার প্রস্তাব ইএসআইয়ের (ESI) পরিচালন পর্ষদের বৈঠকে গৃহীত হয়েছে।
ডাক্তারি পড়ার সুবিধা কোথায়
এখন সারা দেশে ইএসআইয়ের (ESI) ১৬০টি হাসপাতাল রয়েছে। এর মধ্যে আটটি সাধারণ হাসপাতাল এবং দু’টি দন্তচিকিৎসার হাসপাতালে ডাক্তারির কোর্স চালু আছে। সেগুলিতেই চালু হবে প্যারামেডিক্যাল। ডাক্তারিতে ইএসআইয়ের সদস্যদের সন্তানদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকে এই হাসপাতালগুলিতে। জয়েন্ট এন্ট্রান্স পাশ করে সংরক্ষিত আসনের সেই সুবিধা নেওয়া যায়। তিওয়ারি বলেন, ‘‘প্যারামেডিক্যাল কোর্সেও ওই ধরনের সংরক্ষণের ব্যবস্থা করা হবে।’’
আরও পড়ুন: পিএফের পর ইএসআই, শেয়ার বাজারে লগ্নি আরও এক সামাজিক সুরক্ষা প্রকল্পের তহবিল
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.