২৭ হাজার ডলারের নীচে বিটকয়েন, জানুন অন্য ক্রিপ্টোর আপডেট দাম

cryptocurrency

বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে মূল্যবান ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন (BTC), সপ্তাহান্তে ২৭ হাজার ডলারের নীচেই রয়ে গেছে। কারণ, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETFs) বিষয়ে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) সিদ্ধান্তে বিলম্বের কারণে বিনিয়োগকারীরা বিটকয়েন নিয়ে মেপে পা ফেলছেন।

এ ছাড়া ইথেরিয়াম (ETH), ডোজকয়েন (DOGE), রিপল (XRP), লাইটকয়েন (LTC), এবং সোলানা (SOL)-সহ — জনপ্রিয় অল্টকয়েনগুলি সোমবারের প্রথম দিকে নিম্নমুখী প্রবণতা দেখায়। অন্য দিকে, ২৪ ঘন্টায় প্রায় ৯ শতাংশ লাফ দিয়ে সবচেয়ে বেশি লাভ করেছে সিনথেটিক্স (SNX)। কিন্তু ২৪ ঘন্টায় প্রায় ১০ শতাংশ পতনের মুখ দেখে সবচেয়ে বেশি লোকসান করেছে গালা (GALA)।

বিটকয়েন (BTC) মূল্য

আজ বিটকয়েনের দাম দাঁড়িয়েছে ২৬,০০৮.১৫ ডলারে। তবে কয়েন মার্কেট ক্যাপ-এর তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় লাভ ০.৫৩ শতাংশ করেছে। ভারতীয় এক্সচেঞ্জ ওয়াজিরএক্স-এর তথ্য অনুসারে, বিটিসি-র দাম দাঁড়িয়েছে ২২.৮২ লক্ষ টাকা।

ইথেরিয়াম (ETH) মূল্য

আজ ইথেরিয়ামের মূল্য ১,৬৩৮.৫০ ডলার। শেষ ২৪ ঘণ্টায় যা ০.১২ শতাংশ লোকসানের মুখ দেখেছে। ওয়াজিরএক্স-এর তথ্য অনুসারে, ভারতে ইথেরিয়ামের দাম দাঁড়িয়েছে ১.৪৪ লক্ষ টাকা।

ডোজ কয়েন (DOGE) মূল্য

কয়েন মার্কেট ক্যাপ-এর অনুসারে, ২৪ ঘণ্টায় ০.১৮ শতাংশের ক্ষতির মুখ দেখেছে এই কয়েন। এর মূল্য এখন ০.০৬৩৪৬ ডলার। ওয়াজিরএক্স-এর তথ্য অনুসারে, ভারতে ডোজকয়েনের দাম দাঁড়িয়েছে ৫.৬০ টাকা।

লাইটকয়েন (LTC) মূল্য

০.৪১ শতাংশ পতন দেখেছে ২৪ ঘন্টায়। প্রতিবেদন লেখার সময়, ৬৪.৪০ ডলারের আশেপাশে ট্রেড করছিল এই কয়েন। ভারতে এর মূল্য দাঁড়িয়েছে ৫,৬৮৮.১৯ টাকা।

রিপল (XRP) মূল্য

আজ এক্সআরপি-র মূল্য ০.৫১০৭ ডলারে দাঁড়িয়ে। ১.৮১ শতাংশের লাভ দেখেছে ২৪ ঘণ্টায়। ওয়াজিরএক্স-এর অনুসারে, রিপলের দাম দাঁড়িয়েছে ৪৪.০২ টাকা।

সোলানা (SOL) মূল্য

সোলানার দাম দাঁড়িয়েছে ১৯.৭৭ ডলার। যা ২৪ ঘন্টায় ১.০৪ শতাংশ লাভ নিশ্চিত করেছে। ওয়াজিরএক্স-এর অনুসারে, ভারতে এসওএলের দাম দাঁড়িয়েছে ১,৭৭৪.৫৮ টাকা।

আরও পড়ুন: গোল্ড লোনে খেলাপি হলে ক্রেডিট স্কোরে প্রভাব পড়ে কি?

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.