সময় আর সপ্তাহ দুয়েক, বিশেষ এই কাজ না করলে বন্ধ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

passbook

বিবি ডেস্ক: হাতে আর বেশি সময় নেই। দ্রুত পদক্ষেপ না করলে সমস্যা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন নিয়ে। এমনটাই জানিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) (Punjab National Bank) (PNB)।

কী পরিবর্তন

বড় পরিবর্তন আসছে পিএনবিতে (PNB)। দেশ জুড়ে লক্ষ লক্ষ গ্রাহকেরা এর পরে লেনদেন করতে পারবেন না৷ যদি এই কাজগুলি না করেন৷ পিএনবি জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বরের মধ্যে বিশদ গ্রাহক তথ্যাদি (কেওয়াইসি) (KYC) আপডেট না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ (Punjab National Bank) থেকে একটি ট্যুইটে জানানো হয়েছে যে গ্রাহকদের কেওয়াইসি (KYC Update) আপডেট করতে হবে৷ যদি এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট না করা হয়ে থাকে এখনই করতে হবে৷

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) (RBI)এই মর্মে নির্দেশিকা জারি করেছে।১২ ডিসেম্বর ২০২২-এর মধ্যে প্রতিটি গ্রাহককেই কেওয়াইসি আপডেট করতে হবে৷ এই বিষয়ের জন্য ব্যাঙ্কের পক্ষ থেকেও গ্রাহকদের এসএমএস করা হচ্ছে৷

কী করতে হবে?

কেওয়াইসি আপডেট করতে ব্যাঙ্কের শাখায় যেতে হবে৷ এর জন্য প্রমাণপত্র হিসাবে প্যানকার্ড (PAN Card), আধার কার্ড (Aadhar Card)ও মোবাইল নম্বর দিতে হবে৷ তবে এই বিষয়ে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে কেওয়াইসি আপডেট (KYC Update) করার জন্য ব্যাঙ্কের পক্ষ থেকে কোনও রকমের ফোন করা হয় না৷

এ ছাড়াও ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহকদের কোনও রকমের সমস্যা হলে ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে (PNB Customer Care Number) যোগাযোগ করতে হবে। এই জন্য ফোন করা যাবে 1800 180 2222, 1800 103 2222 ও 0120-2490000 নম্বরে।

আরও পড়ুন: চাহিদা কমেছে, সোনার আমদানি কমল ১৭.৩৮ শতাংশ

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.