বিবি ডেস্ক : স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র। এই নিয়ে তৃতীয়বার সুদের অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
রাজ্যে বিধানসভা ভোটের ঠিক মুখেই সুদের স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ৩১ মার্চ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স-র ওয়েব সাইটে দেখা যায় সুদের হারে কটাছাঁট করেছে কেন্দ্র। কিন্তু, তারপর দিনই সকালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টুইট করে জানিয়ে দেন, সরকারের সেই সিদ্ধান্ত তুলে নেওয়া হল।
তারপর, এই জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকেও স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর পথে না গিয়ে একই রেখে দিল অর্থমন্ত্রক।
বুধবারের সিদ্ধান্তে জানানো হয়েছে, প্রবীণ নাগরিকদের ক্ষদ্র সঞ্চয় প্রকল্পে ৭.৪ শতাংশ হারে, পিপিএফে ৭.১ শতাংশ হারে, ন্যাশানাল সেভিংস স্কিমে ৬.৮ শতাংশ, কিশান বিকাশ পত্রে ৬.৯ শতাংশ হারে এবং ৫ বছরের মেয়াদি জমায় ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
করোনার দ্বিতীয় ঝড়ের জেরে সাধারণ মানুষের যখন জীবন চালাতে গিয়ে নাভিশ্বাস উঠছে, তখন সরকারে এই সিদ্ধান্ত তাদের কাছে স্বস্তির বার্তা বয়ে আনবে। তবে লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কী আদৌ ছাপ ফেলবে সরকারে এই সিদ্ধান্ত? সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, মানুষের হাতে টাকা নেই। তাঁদের মতে, এই পরিস্থিতি নগদের জোগন অব্যাহত রাখাই সরকারে অন্যতম কাজ। তাই, স্বল্প সঞ্চয়ের সুদ অপরিবর্তিত রাখলে নতুন করে তাতে কতটা আকর্ষিত হবেন সাধারণ মানুষ সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়তে পারেন
বিনিয়োগ টানতে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির জমির পরিসংখ্যান তুলে ধরল রাজ্য