বিবি ডেস্ক : রাজ্য সরকারের শিল্পবান্ধব অবস্থানকে আরও স্পষ্ট করতে, পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলিতে কত জমি রয়েছে তা তুলে ধরল ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBIDC) ।
বিপুল ভোটে জয়লাভ করে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উদ্যোগপতিদের বাংলায় বিনিয়োগের উৎসাহ দিতে বার্তাও দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জমি যাতে বাংলায় বিনিয়োগের পথে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির জমির পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
WBIDC-র দেওয়া তথ্য অনুযায়ী কোথায় কত জমি আছে।
- পুরুলিয়া জেলার জঙ্গলসুন্দরী ইন্ডাস্ট্রিয়াল পার্কে রয়েছে ২৪৮৩ একর জমি।
- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কে ২১৬ একর জমি ।
- হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৫৮ একর জমি।
- পশ্চিম বর্ধমানের পানাগড় ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে ২২১ একর জমি।
- খড়্গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৪৪০ একর জমি
- রঘুনাথপুর স্টিল অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিয়াল পার্ক (১) অংশে রয়েছে ৭৯০ একর জমি।
ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির জমির পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও বিনিয়োগ যাতে বাড়ে তার জন্যও জমির পরিসংখ্যান তুলে ধরা হয়েছে উদ্যোগপতিদের কাছে।
বাংলাবিজে আরও পড়তে পারেন
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজে কতটা সুবিধা পাবে পর্যটনশিল্প