নয়াদিল্লি : সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স (Central Board of Direct Taxes) রবিবার জানিয়েছে, তারা সংশোধিত আয়কর রিটার্ন ফর্ম আনছে। করোনা সংক্রমণের জেরে যে সমস্ত ক্ষেত্রে সরকার সময়সীমা বাড়িয়েছে, তার সুবিধা যাতে করদাতারা নিতে পারেন সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
১ লা এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন বিনিয়োগ এবং লেনদেনের ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। সেই ছাড়ের সুবিধা যাতে আয়করদাতারা নিতে পারেন তার জন্য আয়কর জমা দেওয়ার ফর্মে সংশোধন আনছে। অর্থমন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এখবর জানানো হয়েছে।
অনলাইনে জমা দেওয়ার ক্ষেত্রে সফটওয়্যারেও প্রয়োজনীয় বদল আনা হচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই সংশোধিত ফর্ম আগামী ৩১মে ২০২০ -র মধ্যে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।