বিবি ডেস্ক: নভেম্বরে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে যাতে আপনার কোনো দরকারি কাজ আটকে না যায়, সে দিকে লক্ষ্য রেখেই এ ব্যাপারে বিস্তারিত জেনে রাখা ভালো।
প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই তালিকাটি দেখে নেওয়া যায়। যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তা হলে ছুটির আগের দিনই মিটিয়ে নিতে পারেন। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কাজ সেরে নিতে পারেন।
নভেম্বরে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ
রবিবার ছাড়াও মাসের কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, সে বিষয়ে অনেক সময়ই ভুল হতে পারে। ছুটির কথা না জেনে ব্যাঙ্কে পৌঁছালে নিজের গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এমন পরিস্থিতিতে, আপনি যদি এই সমস্যা এড়াতে চান, তাহলে জেনে নিন নভেম্বর মাসে কোনো কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে।
১ নভেম্বর ২০২২ – কন্নড় রাজ্যোৎসব/কুট – বেঙ্গালুরু এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ
৬ নভেম্বর ২০২২ – রবিবার (সাপ্তাহিক ছুটি)
৮ নভেম্বর ২০২২ – গুরু নানক জয়ন্তী/কার্তিক পূর্ণিমা/রাহস পূর্ণিমা/ভাঙ্গালা উৎসব – আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কোচি, পানাজি, পটনা, শিলং এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ
১১ নভেম্বর ২০২২ – কনকদাসা জয়ন্তী / ওয়াংলা উৎসব – বেঙ্গালুরু এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ
১২ নভেম্বর ২০২২ – শনিবার (মাসের দ্বিতীয় শনিবার)
১৩ নভেম্বর ২০২২ – রবিবার (সাপ্তাহিক ছুটি)
২০ নভেম্বর ২০২২ – রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৩ নভেম্বর ২০২২ – সেং কুতসানেম- শিলং-এ ব্যাঙ্ক বন্ধ
২৬ নভেম্বর ২০২২ – শনিবার (মাসের চতুর্থ শনিবার)
২৭ নভেম্বর ২০২২ – রবিবার (সাপ্তাহিক ছুটি)
উল্লেখ্য, অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে নির্দিষ্ট রাজ্যের ছুটিতে দেশের সমস্ত রাজ্যে ব্যাঙ্কের ছুটি হিসেবে পালন করা হয় না এবং নির্দিষ্ট রাজ্য বা অঞ্চল অনুযায়ী সেগুলি পৃথক হয়। সারা দেশের ব্যাঙ্কগুলি শুধুমাত্র গেজেটেড ছুটি পালন করে।
আরও পড়ুন: এক বছরে দেশে দাম বৃদ্ধি ৭০ শতাংশ! আর সস্তা নয় প্রাকৃতিক গ্যাসও