১ নভেম্বর থেকে ৫টি বড়ো আর্থিক পরিবর্তন, জানুন বিস্তারিত

Currency

বিবি ডেস্ক: মঙ্গলবার ১ নভেম্বর। নতুন মাসের পয়লা তারিখ থেকেই আসতে চলেছে একগুচ্ছ আর্থিক পরিবর্তন। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে বিমা, বিদ্যুৎ ভর্তুকি বিধি, গ্যাস সিলিন্ডার বুকিং-সহ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয়।

বিমায় বাধ্যতামূলক কেওয়াইসি

১ নভেম্বর থেকে, বিমা পলিসির জন্য কেওয়াইসি (KYC) বাধ্যতামূলক হবে। এ বিষয়ে একটি বিবৃতি জারি করে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (IRDAI) ইতিমধ্যেই জানিয়েছে, স্বাস্থ্য এবং সাধারণ বিমার জন্য কেওয়াইসি যাচাইকরণ বাধ্যতামূলক হিসেবে কার্যকর হবে ১ নভেম্বর, ২০২২ থেকে। বর্তমানে, এই প্রক্রিয়া স্বেচ্ছাভিত্তিক। নতুন নিয়ম কার্যকর হলে বিমার টাকা ক্লেম করার সময় কেওয়াইসি না জমা করা হলে, দাবি বাতিল হতে পারে।

এলপিজি বুকিংয়ে ওটিপি

এলপিজি সিলিন্ডার বুক করার সময়, গ্রাহকরা নিজেদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন। ডেলিভারির সময় ওটিপি দিলেই সিলিন্ডার তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

জিএসটি রিটার্নে এইএসএন

১ নভেম্বর থেকে, ৫ কোটি টাকার কম টার্নওভার-সহ করদাতাদের জন্য জিএসটি (GST) রিটার্নে একটি চার-সংখ্যার এইচএসএন (HSN) কোড প্রদান করা বাধ্যতামূলক হবে।

ট্রেনের সময় পরিবর্তন

১ নভেম্বর থেকে কার্যকর বেশ কয়েকটি দীর্ঘ দূরত্বের ট্রেনের জন্য একটি নতুন সময়সূচী ঘোষণা করেছে ভারতীয় রেল। ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন এবং ৭ হাজার মালগাড়ির সময় পরিবর্তন হবে। এ ছাড়াও দেশ জুড়ে চলা ৩০টি রাজধানী ট্রেনের সময়ও পরিবর্তন হবে।

দিল্লিতে বিদ্যুৎ ভর্তুকি

আগামীকাল থেকে বিদ্যুৎ ভর্তুকির নতুন নিয়ম চালু হবে দিল্লিতে। ৩১ অক্টোবরের মধ্যে বিদ্যুৎ ভর্তুকির জন্য রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছিল। ফলে এ বার থেকে যে ব্যক্তিরা রেজিস্ট্রেশন করেননি তাঁরা আর ইলেকট্রিক বিলে ভর্তুকি পাবেন না।

আরও পড়ুন: নভেম্বরে ১০ দিন বন্ধ ব্যাঙ্ক, জানুন কোন কোন দিন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.