Connect with us

খবর

ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়াল বন্ধন ব্যাঙ্ক

এই নতুন সুদের হার বৃদ্ধির মাধ্যমে, ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে।

Published

on

Bandhan Bank

কলকাতা: শীর্ষস্থানীয় সর্বজনীন ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম – বন্ধন ব্যাঙ্ক স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হার ৫০ বিপিএস বৃদ্ধি করল। এই পরিবর্তিত সুদের হারগুলি দুই কোটি টাকা পর্যন্ত খুচরা আমানতের ক্ষেত্রে প্রযোজ্য এবং ৬ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হবে ৷

ব্যাঙ্ক জানিয়েছে, এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য ৷ এই নতুন সুদের হার বৃদ্ধির মাধ্যমে, ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে।

বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে, গ্রাহকরা ঝামেলামুক্তভাবে কয়েক মিনিটের মধ্যেই এফডি বুক করতে পারবেন।

আরও পড়ুন: ফের রেপো রেট বাড়াতে পারে RBI, সোমবার শুরু মুদ্রানীতি কমিটির বৈঠক

Advertisement