বাংলাBiz ডেস্ক : খুব শীগ্রই বিখ্যাত নিউট্রিলা নির্মাতা ফুড ব্র্যান্ড রুচি সোয়ার বোর্ডে জায়গা করে নেবেন বাবা রামদেব, তাঁর ভাই রাম ভারত এবং ঘনিষ্ট সহযোগী আচার্য বালাকৃষ্ণ।
সম্প্রতি রুচি সোয়া ইন্ড্রাস্টিজ লিমিটেডকে অধিগ্রহণ করেছে পাতঞ্জলি আর্যুবেদ। সংস্থাটি তাঁর শেয়ার হোল্ডারদের নোটিশ দিয়ে জানিয়েছে এই বিষয়টি।
রাম ভারতকে ৪১ শতাংশ শেয়ার দিয়ে, তাঁকে ম্যানেজিং ডিরেক্টর হিসাবেও নিয়োগের কথা জানানো হয়েছে নোটিশে।
নোটিশে বলা হয়েছে, ‘‘ ১৯ আগস্ট ২০২০-তে বোর্ড অফ ডিরেক্টরদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে ঠিক হয় ওই দিন রাম ভারত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নেবেন। ১৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত তিনি ওই দায়িত্বে থাকবেন।
এই নিয়োগে অনুমোদন দেওয়ার জন্য শেয়ার হোল্ডারদের কাছে আবেদন করা হয় ওই নোটিশে।
নোটিশে বলা হয়েছে তিনি বার্ষিক ১ টাকা মাইনেতে ওই পদে থাকবেন।
আচার্য বালকৃষ্ণ সংস্থার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন। তিনিও বছরে এক টাকা মাইনে পাবেন।
বাবা রামদেবকে সংস্থার ডিরেক্টর নিয়োগের জন্য ওই নোটিশে আবেদন করা হয়েছে।
গত বছর ৪,৩৫০ কোটি টাকা দিয়ে রুচি সোয়াকে অধিগ্রহণ করে পাতঞ্জলি। এর ফলে সোয়াবিন অয়েল ব্র্যান্ড মহাকোষ এবং রুচি গোল্ড-এর ওয়েল প্ল্যান্টগুলি পাতঞ্জলির হাতে চলে এল।
অনাদায়ী ঋণ আদায়ের জন্য রুচি সোয়াকে ন্যাশানাল কোম্পানি ল ট্রাইবুন্যাল (NCLT) দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু করতে বলে।
সূত্র : businesstoday.in