নয়াদিল্লি : সব ব্যাঙ্ক আশ্বাস দিয়েছে তাদের সমস্ত শাখা খোলা থাকবে, এটিএমগুলিতেও পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে। সোমবার এক টুইট করে এই আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি আরও জানিয়েছেন, ব্যাঙ্কগুলিতে কাজকর্ম চলবে ‘সামাজিক দুরত্ব’-এর নিয়ম মেনে এবং ‘স্যানিটাইজার’ দেওয়া হবে।
তিনি আরও লেখেন, যে কোনো প্রয়োজনে DFSFightsCorona-এর সঙ্গে যোগাযোগ করতে।
এর আগে অর্থমন্ত্রী ব্যাঙ্কগুলিকে ধন্যবাদ জানান লকডাউনের পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য। গত শনিবার নির্মলা সীতারমণ ব্যাঙ্কগুলির শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের আবেদন করেন বাধাহীন ভাবে গ্রাহক পরিষেবা বজায় রাখার জন্য। ব্যাঙ্কের শাখাগুলিতে এবং এটিএমগুলিতে পর্যাপ্ত পরিমাণে যাতে নগদ অর্থ থাকে তার জন্য অর্থমন্ত্রী ব্যাঙ্ক কর্তাদের কাছে আবেদন করেন।