ওয়েবডেস্ক : ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ অর্থাৎ শনিবার থেকে লাগু হচ্ছে এই নয়া সুদের হার। এই নিয়ে মেয়াদী জমায় দ্বিতীয়বার সুদের হার কমালো এসবিআই।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করে। এটি গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে রেট ছাঁটাই। এর পরই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর কথা ঘোষণা করে এসবিআই। এবার এক নজরে দেখে নেওয়া ফিক্সড ডিপোজিটে সুদের হার কতো হল।
৭দিন থেক ৪৫দিন- সুদের হার ৩.৫শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯দিন-সুদের হার ৪.৬শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন-সুদের হার ৫শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম ৫শতাংশ
১ বছর থেকে দু’বছরের কম ৫.৭ শতাংশ
২ বছর থেকে তিন বছরের কম-৫.৭শতাংশ
৫থেকে ১০ বছর পর্যন্ত-৫.৭শতাংশ