বিবিডেস্ক: বলাই যায়, মধ্যবিত্তের উপর করোনা-কোপ!
করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউনের জেরে এমনিতেই আর্থিক সংকটে সাধারণ মানুষ। এরই মধ্যে মঙ্গলবার একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমিয়ে দিল কেন্দ্র। এ দিন জানানো হয়, প্রায় ১.৪ শতাংশ পর্যন্ত সুদের হার কমানো হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন প্রকল্পে কত কমল সুদ?
এনএসসি: সুদের হার কমে হল ৬.৮ শতাংশ, ছিল ৭.৯ শতাংশ।
এমআইএস: সুদের হার কমে হল ৬.৬ শতাংশ, ছিল ৭.৬ শতাংশ।
পিপিএফ: সুদের হার কমে হল ৭.১ শতাংশ, ছিল ৭.৯ শতাংশ।
কিষাণবিকাশ পত্র: সুদের হার কমে হল ৬.৯ শতাংশ, ছিল ৭.৬ শতাংশ।
সুকন্যা সমৃদ্ধি যোজনা: সুদের হার কমে হল ৭.৬ শতাংশ, ছিল ৮.৪ শতাংশ।
সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম: সুদের হার কমে হল ৭.৪ শতাংশ, ছিল ৮.৬ শতাংশ।
পাঁচ বছরের রেকারিং: হল ৫.৮ শতাংশ, কমল ১৪০ বিপিএস।
গত সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) রেপো রেট হ্রাসের পরই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ হ্রাস করল কেন্দ্র। সরকার এপ্রিল-জুনের জন্য ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার ৭০-১৪০ বিপিএস পর্যন্ত হ্রাস করেছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের জেরে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক ক্ষতি মোকাবিলার জন্য আরবিআই সম্প্রতি মূল সুদের হারে ৭৫ বিপিএস কমিয়েছে।