কলকাতা: ‘আত্মনির্ভর’ দেশীয় প্রযুক্তি নয় চিনা রেকের উপর ভরসা করছে কেন্দ্রীয় সরকারের সংস্থা কলকাতা মেট্রো।সব কিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই চিনা প্রযুক্তিতে তৈরি এই ১৪টি মেট্রো চলাচল করবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।
জানা গিয়েছে, এর নাম ডালিয়ান রেক। তবে কলকাতা নয় আরএসএস-এর সদর দফতর নাগপুরেও এই চিনা রেক চলবে কেন্দ্র।
উল্লেখ্য, কয়েক বছর আগেই রেল বোর্ড চিনা কোম্পানিকে কলকাতা মেট্রোর জন্য ১৪টি রেক তৈরির বরাত দেয়। কিন্তু তার পর করোনা শুরু হয়ে যাওয়ায় তা ভারতে পাঠাতে পারেনি চিন। এ ছাড়া ভারত-চিন সীমান্তে উত্তেজনাও এই রেকগুলি আনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
রেল সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে আধিকারিকরা ডালিয়ান রেকটি পরীক্ষানিরীক্ষা করেছেন। পরীক্ষার ফলও সদার্থক। এর পাশাপাশি যাত্রী সুরক্ষা এবং নানা কারিগরি দিকগুলি খতিয়ে দেখে তার পর পাকাপাকি ভাবে সদ্ধিন্তা নেওয়া হবে।
সূত্র: বর্তমান
আরও পড়ুন: শেয়ার বাজারে পরপর দু’দিন পতন, প্রায় ১০ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা